দেখলই না মালিক, মার্সেডিজ চালিয়ে দিল ১০ মাসের ছোট্ট মেয়েটার উপর দিয়ে!

Last Updated:

সঙ্গে সঙ্গে রাধিকাকে দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । রাধিকার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

#নয়াদিল্লি: ছোট্ট মেয়েটা নিষ্পাপ, নির্বোধ । বুঝতেও পারেনি কী ভয়ানক যন্ত্র দানব ধেয়ে আসছে তার দিকে । তার মাত্র ১০ মাসের জীবনে সেখানেই দাড়ি টেনে দিতে । মুহূর্তেই সব শেষ ।
ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগর এলাকায় । অভিযুক্ত গালির মালিককে গ্রেফতার করেছেন পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার বিকেলে পার্কে খেলছিল ১০ মাসের ছোট্ট রাধিকা । সে সময়ই একটি মার্সেডিজ বেঞ্জ ঘোরানোর চেষ্টা করছিলেন ওই গাড়ির মালিক, পেশায় ব্যবসায়ী যশবীর সিং । রাধিকা যে ওখানেই বসে খেলছে তা লক্ষ্যই করেনি যশবীর । গাড়ি চালিয়ে দেয় একরত্তি দেহটার উপর দিয়ে ।
advertisement
রাধিকার বাবা সিক্যুরিটি গার্ডের কাজ করেন । এই ঘটনা দেখেই ছুটে আসেন তিনি । সঙ্গে সঙ্গে রাধিকাকে দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । রাধিকার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
দেখলই না মালিক, মার্সেডিজ চালিয়ে দিল ১০ মাসের ছোট্ট মেয়েটার উপর দিয়ে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement