Covid-19 Vaccination in India: ভারতে ৭৫% প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পন্ন! দেশকে অভিবাদন প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

Corona Vaccination: দেশে এখনও পর্যন্ত অ্যান্টি-কোভিড ভ্যাকসিনের ১৬৫.৭০ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে।

বাংলার BJP সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর 
File Photo
বাংলার BJP সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর File Photo
#নয়াদিল্লি: দেশজুড়ে জোর কদমে চলছে কোভিড টিকাকরণ (Covid-19 Vaccination in India)। এরই মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৫ শতাংশ মানুষই সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। রবিবার এই “গুরুত্বপূর্ণ কৃতিত্বের” জন্য সহ-নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা টিকা অভিযানকে সফলভাবে পরিচালিত করে চলেছেন দেশজুড়ে (Covid-19 Vaccination in India) তাদের জন্য তিনি গর্বিত৷
আরও পড়ুন- প্রতি ৩ আক্রান্তের মধ্যে ১ জনের মৃত্যুর আশঙ্কা, নতুন আতঙ্ক নিওকোভ কতটা ভয়াবহ?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর একটি ট্যুইট ট্যাগ করেছেন মোদি। স্বাস্থ্যমন্ত্রী ওই ট্যুইটে জানিয়েছেন, ভারত (Covid-19 Vaccination in India) কোভিডের বিরুদ্ধে ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষদের টিকা দেওয়ার লক্ষ্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী ওই ট্যুইটকে মান্যতা জানিয়ে বলেন, “সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৫% জনগণকেই সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ কৃতিত্বের জন্য আমাদের সহ নাগরিকদের অভিনন্দন।”
advertisement
তিনি আরও বলেন, “যারা আমাদের টিকাদান অভিযানকে সফল করে তুলছেন তাদের জন্য গর্বিত।” দেশে এখনও পর্যন্ত অ্যান্টি-কোভিড ভ্যাকসিনের ১৬৫.৭০ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে।
advertisement
গত ২৪ ঘণ্টায় ফের দেশে করোনায় সংক্রমণের হার বেশ খানিকটা বেড়েছে (India Coronavirus Update)। একদিনে দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। করোনার দৈনিক সংক্রমণের হার রবিবার ১৩.৩৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। সাপ্তাহিক করোনা সংক্রমণের হার ১৬.৪০ শতাংশ। একই সঙ্গে দেশে সুস্থতার হার অল্প হলেও বেড়েছে।
advertisement
আরও পড়ুন- দেশের কোভিডগ্রাফ নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার! জানুন আপডেট
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সুস্থতার হার ছিল ৯৩.৮৯ শতাংশ, রবিবার যা বেড়ে হয়েছে ৯৪.২১ শতাংশ। কোভিড আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৮৯৩। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ ক্রমশ কমছে। করোনার তৃতীয় ঢেউয়ে এই রাজ্যেই সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিল। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সে রাজ্যে মোট সংক্রমণ ২৭ হাজার ৯৭১। এর মধ্যে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৮৫।
advertisement
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫১২ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের।
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Vaccination in India: ভারতে ৭৫% প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পন্ন! দেশকে অভিবাদন প্রধানমন্ত্রী মোদির
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement