Crime News: ‘অদৃশ‍্য’ শত্রুর আক্রমণ? বাবার সঙ্গে ফুচকা খাওয়া হল না ৭ বছরের ফুটফুটে শিশুর, কারণ শুনলে চোখে জল আসবে

Last Updated:

বাবা হাসপাতাল নিয়ে গেলেও চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কোন আকস্মিক দুর্ঘটনা কেড়ে নিল বাচ্চাটির প্রাণ?

‘অদৃশ‍্য’ শত্রুর আক্রমণ? বাবার সঙ্গে ফুচকা খাওয়া হল না ৭ বছরের ফুটফুটে শিশুর, কারণ শুনলে চোখে জল আসবে
‘অদৃশ‍্য’ শত্রুর আক্রমণ? বাবার সঙ্গে ফুচকা খাওয়া হল না ৭ বছরের ফুটফুটে শিশুর, কারণ শুনলে চোখে জল আসবে
মধ্যপ্রদেশ: বাবার সঙ্গে বাইকে চেপে যাচ্ছিল ৭ বছরের ছোট্ট ফুটফুটে ছেলেটি। ফুচকা খেতে যাচ্ছিল বাচ্চাটি। হঠাত্‍ মাঝপথে ঘটে গেল মারাত্মক অঘটন। ছেলেটির গলা থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করল। বাবা হাসপাতাল নিয়ে গেলেও চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কোন আকস্মিক দুর্ঘটনা কেড়ে নিল বাচ্চাটির প্রাণ?
মধ্যপ্রদেশের ধর জেলার এই মর্মান্তিক ঘটনার জন‍্য দায়ী চিনা মাঞ্জা। অত‍্যন্ত সরু সুতোর এই মাঞ্জা বেশিরভাগ সময় খালি চোখে দেখা যায় না। আর সেই মাঞ্জাই বাবার বাইকের সামনে বসে থাকা ৭ বছরের ছোট্ট শিশুটির গলায় আটকে যায়। ত‍ত্‍ক্ষণাত্‍ রক্তপাত শুরু হয় বাচ্চাটির। হঠাত্‍ করে ছেলের কি হয়েছে, শুরুতে বুঝেই উঠতে পারেন নি হতভাগ‍্য বাবা।
advertisement
advertisement
ছেলের গলায় এত রক্ত দেখে তিনি অজ্ঞান হয়ে যান। পরে সন্তানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিত্‍সকরা তাকে ভোজ হাসপাতালে রেফার করে। যদিও শেষ পর্যন্তও বাঁচানো যায়নি বাচ্চাটিকে।
advertisement
বাচ্চাটির মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছলেই শোরগোল পড়ে যায়। তার মা শীতল চৌহান অজ্ঞান হয়ে পড়েন। ঘটনায় পুরো এলাকা জুড়ে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ১৫ জানুয়ারি নগরীর হাটোয়ারা মোড় অবরোধ করেন পরিবারের সদস্যরা। বর্তমানে প্রশাসনিক ত‍ত্‍পরতায় পরিস্থিতি স্বাভাবিক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ‘অদৃশ‍্য’ শত্রুর আক্রমণ? বাবার সঙ্গে ফুচকা খাওয়া হল না ৭ বছরের ফুটফুটে শিশুর, কারণ শুনলে চোখে জল আসবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement