Indian Army: নেমে এসেছিল তুষার ধস, প্রত্যন্ত অরুণাচলে ৭ বীর জওয়ানের মর্মান্তিক পরিণতি! দু'দিন পর উদ্ধার সকলের দেহ

Last Updated:

Indian Army: জানা গিয়েছে, অরুণাচলের কামেঙ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনার ওই জওয়ানরা।

সাত জওয়ানের দেহ উদ্ধার
সাত জওয়ানের দেহ উদ্ধার
#ইটানগর: মর্মান্তিক ঘটনা। অরুণাচলে তুষার ধসে চাপা পড়ে ভারতীয় মৃত্যু হল সেনার সাত জওয়ানের। রবিবার ওই জওয়ানরা ধসে চাপা পড়েছিলেন। শেষমেশ মঙ্গলবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মৃত্যু হয়েছে তাঁদের। স্থানীয় সেনা ছাউনিতে দেহগুলো নিয়ে আসা হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, অরুণাচলের কামেঙ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনার ওই জওয়ানরা। বেশ কয়েক দিন ধরেই ওই এলাকায় দুর্যোগ চলছিল। চলছিল প্রচুর পরিমানে তুষারপাত। সেখানেই রবিবার নিখোঁজ হয়ে যান ভারতীয় জওয়ানরা। টহলদারি চালানোর সময় প্রবল তুষারপাত শুরু হয়। এরপর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না।
এর পরপরই ওই সেনাদের খোঁজে শুরু হয় তল্লাশি। নিখোঁজ জওয়ানদের সন্ধানে আকাশপথে বিশেষ দল আনা হয়। অবশেষে মঙ্গলবার সেনার তরফে জানানো হল, সাত জনের দেহ উদ্ধার করা হয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার উচ্চতা সাড়ে ১৪ হাজার ফুট। গত কয়েকদিন ধরে অরুণাচল প্রদেশের ওই এলাকায় লাগাতার তুষারপাত চলছিল।
advertisement
advertisement
চিন সীমান্তের কাছেই ওই এলাকা। গত কয়েকদিন ধরেই লাগাতার তুষারপাত চলছে। ওই খারাপ আবহাওয়ার মধ্যেই পাহাড়ি ওই উঁচু এলাকাতে টহল দিতে গিয়েছিলেন জওয়ানরা। সেই সময়ই আচমকা পাহাড়ের উঁচু জায়গা থেকে নেমে আসে বরফের বড় বড় চাঁই। পুরো এলাকা ঢেকে যায় বরফের পুরু আস্তরণে। ঘটনার পরেও লাগাতার ওই এলাকায় চলে তুষারপাত।
advertisement
২০২০ সালের মে মাসে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় দুই সেনা আধিকারিকের তুষারঝড়ে মৃত্যু হয়েছিল। তাঁরা রাস্তা থেকে তুষার সরানোর কাজে যুক্ত ছিলেন। সেই বার ঘটনাটি ঘটেছিল সিকিমে। এবার তা ঘটল অরুণাচলে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছিল, ২০১৯ সালে সিয়াচেন হিমবাহে তুষারপাত এবং তুষারধসের কারণে মোট ছয়জন জওয়ান মারা গিয়েছিন। দেশের অন্যত্র এই ধরনের ঘটনায় মোট ১১ জন জওয়ান নিহত হয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Army: নেমে এসেছিল তুষার ধস, প্রত্যন্ত অরুণাচলে ৭ বীর জওয়ানের মর্মান্তিক পরিণতি! দু'দিন পর উদ্ধার সকলের দেহ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement