ISIS ও পর্ণ ভিডিও দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৬৫জন নাবালক
Last Updated:
বুধবার হায়দরাবাদের একটি ইন্টারনেট ক্যাফে থেকে ৬৫ জন কিশোরকে অশ্লীল ভিডিও দেখার জন্য আটক করেছে পুলিশ ৷ এপর পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে ৷
#হায়দরাবাদ: বুধবার হায়দরাবাদের একটি ইন্টারনেট ক্যাফে থেকে ৬৫ জন কিশোরকে অশ্লীল ভিডিও দেখার জন্য আটক করেছে পুলিশ ৷ এপর পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, প্রত্যেকের বয়স ১১ বছরের কাছাকাছি ৷ বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন এই কিশোরের পরিবারের সদস্যরা যে তাদের সন্তানরা ঘণ্টার পর ঘণ্টা সাইবার ক্যাফেতে কাটায় ৷ এরপর থেকেই তাদের উপর নজর রাখছিল পুলিশ ৷ বুধবার হাতেনাতে ধরাও পড়ে যায় তারা ৷ যে ক্যাফে থেকে ওই কিশোররা ধরা পড়েছিল তার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
সলমা সুলতানা নামে এক গৃহবধূ জানিয়েছেন, মাঝমধ্যেই স্কুলের কাজের জন্য কয়েকটি জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে এই বাহানা দেখিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে যেত ছেলে ৷ তিনি জানান তার ছেলে অনেকটা সময় বাড়ির বাইরে থাকত ৷ কিন্তু সেখানে সে আসলে কী করত সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না ৷
advertisement
advertisement
সলমার মতো আরও অনেক অভিভাবকরা এই বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিল ৷ এরপর এলাকার ১০০টি সাইবার ক্যাফের উপর নজর রেখেছিল পুলিশ ৷ তদন্ত করার সময় পুলিশ জানতে পারেন এই কিশোররা ইন্টারনেটে সমস্ত অশ্লীল সাইট দেখত ৷
এই ঘটনার পর অভিভাবকদের তাদের সন্তানের উপর কড়া নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পুলিশ জানিয়েছেন, পর্ণ ছাড়াও তারা বিভিন্ন অন্যরকমের সাইটও দেখছিল হিংসার ভিডিও রয়েছে ৷ এমনকি আইএসআইএস-এর ভিডিও দেখছিল তারা ৷
advertisement
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যেহেতু বিষয়টি সংবেদনশীল তাই তারা বিষয়টি খতিয়ে দেখছেন ৷
Location :
First Published :
December 15, 2016 12:47 PM IST