ISIS ও পর্ণ ভিডিও দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৬৫জন নাবালক

Last Updated:

বুধবার হায়দরাবাদের একটি ইন্টারনেট ক্যাফে থেকে ৬৫ জন কিশোরকে অশ্লীল ভিডিও দেখার জন্য আটক করেছে পুলিশ ৷ এপর পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে ৷

#হায়দরাবাদ: বুধবার হায়দরাবাদের একটি ইন্টারনেট ক্যাফে থেকে ৬৫ জন কিশোরকে অশ্লীল ভিডিও দেখার জন্য আটক করেছে পুলিশ  ৷ এপর পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, প্রত্যেকের বয়স ১১ বছরের কাছাকাছি ৷ বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন এই কিশোরের পরিবারের সদস্যরা যে তাদের সন্তানরা ঘণ্টার পর ঘণ্টা সাইবার ক্যাফেতে কাটায় ৷ এরপর থেকেই তাদের উপর নজর রাখছিল পুলিশ ৷ বুধবার হাতেনাতে ধরাও পড়ে যায় তারা ৷ যে ক্যাফে থেকে ওই কিশোররা ধরা পড়েছিল তার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
সলমা সুলতানা নামে এক গৃহবধূ জানিয়েছেন, মাঝমধ্যেই স্কুলের কাজের জন্য কয়েকটি জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে এই বাহানা দেখিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে যেত ছেলে ৷ তিনি জানান তার ছেলে অনেকটা সময় বাড়ির বাইরে থাকত ৷ কিন্তু সেখানে সে আসলে কী করত সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না ৷
advertisement
advertisement
সলমার মতো আরও অনেক অভিভাবকরা এই বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিল ৷ এরপর এলাকার ১০০টি সাইবার ক্যাফের উপর নজর রেখেছিল পুলিশ ৷ তদন্ত করার সময় পুলিশ জানতে পারেন এই কিশোররা ইন্টারনেটে সমস্ত অশ্লীল সাইট দেখত ৷
এই ঘটনার পর অভিভাবকদের তাদের সন্তানের উপর কড়া নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পুলিশ জানিয়েছেন, পর্ণ ছাড়াও তারা বিভিন্ন অন্যরকমের সাইটও দেখছিল হিংসার ভিডিও রয়েছে ৷ এমনকি আইএসআইএস-এর ভিডিও দেখছিল তারা ৷
advertisement
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যেহেতু বিষয়টি সংবেদনশীল তাই তারা বিষয়টি খতিয়ে দেখছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ISIS ও পর্ণ ভিডিও দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৬৫জন নাবালক
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement