নিজেদের মধ্যেই গুলির লড়াই, ছত্তীশগড়ে মৃত ৬ জওয়ান

Last Updated:

বুধবার আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের নারায়ণপুরের কাদেনার ক্যাম্পে এই ভয়াবহ ঘটনায় রীতিমতো তোলপাড় দেশজুড়ে৷

#রায়পুর: নিজেদের মধ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে মৃত্যু হল ৬ আইটিবিপি জওয়ানের (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)৷ ৩ জওয়ান গুরুতর আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের নারায়ণপুর জেলায়৷ এক জওয়ান এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫ জওয়ানকে মেরে তারপর আত্মহত্যা করলেন৷
বুধবার আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের নারায়ণপুরের কাদেনার ক্যাম্পে এই ভয়াবহ ঘটনায় রীতিমতো তোলপাড় দেশজুড়ে৷ রায়পুর থেকে ৩৫০ কিমি দূরে৷ মিলিটারি সূত্রের খবর, সার্ভিস বন্দুক দিয়ে এক জওয়ান প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন৷ ঘটনাস্থলেই গুলিতে মৃত্যু হয় ৫ জনের৷ তারপর নিজেকে শেষ করে দেন তিনি৷ গুলি লাগে আরও ৩ জওয়ানের৷ তাঁরা হাসপাতালে ভর্তি৷ প্রাথমিক খবর অনুযায়ী, এক আইটিবিপি জওয়ান হঠাৎ করেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
advertisement
সূত্রের খবর, বহু দিন ছুটি না পেয়ে হতাশায় ভুগছিলেন ওই আইটিবিপি জওয়ান৷ তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ কোনও কারণে দু দল আধা সেনা জওয়ানদের মধ্যে বচসা হয়। তার জেরেই এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে সহকর্মীকে লক্ষ্য করে গুলি করে। পরে তাঁকেও গুলি করা হয়। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
প্রত্যন্ত এলাকায় জওয়ানদের মধ্যে এই ধরনের ঘটনা দেশে নতুন নয়৷ বছর দুয়েক আগে একটি সরকারি রিপোর্টে দেখা গিয়েছিল, মাও অধ্যুষিত এলাকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের চেয়ে বেশি অবসাদ ও মশাবাহিত রোগে মৃত্যু বেশি হয়েছে জওয়ানদের৷
বাংলা খবর/ খবর/দেশ/
নিজেদের মধ্যেই গুলির লড়াই, ছত্তীশগড়ে মৃত ৬ জওয়ান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement