Maoist: মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত পাঁচ মাওবাদী

Last Updated:

মহারাষ্ট্রের গড়চিরোলি নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে পাঁচ মাওবাদী। সোমবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ জানানো হয়েছে। নিরাপত্তারক্ষীদের সি-৬০ ইউনিটের গড়চিরোলি বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ বাধে। পূর্ব মহারাষ্ট্রের ভামরাগাধ এলাকায় এই ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই অপারেশন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ফাইল চিত্র
ফাইল চিত্র
মুম্বই: মহারাষ্ট্রের গড়চিরোলি নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে পাঁচ মাওবাদী। সোমবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ জানানো হয়েছে।
নিরাপত্তারক্ষীদের সি-৬০ ইউনিটের গড়চিরোলি বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ বাধে। পূর্ব মহারাষ্ট্রের ভামরাগাধ এলাকায় এই ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই অপারেশন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
গড়চিরোলির পুলিশ সুপার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, মহারাষ্ট্র-ছত্তিসগড়ের সীমান্তে গত দু দিন ধরে দ্বিতীয় মাওবাদীরা আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছিল। নভেম্বর ২০-শে আগামী নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করেছিল।
advertisement
গোপন সূত্রে খবর পেয়েই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তাকর্মীরা। এরপরেই মাওবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই গুলিযুদ্ধ শেষেই পাঁচ মাওবাদী খতম হয়েছে বলে জানানো হয় নিরাপত্তাকর্মীদের পক্ষ থেকে।
বাংলা খবর/ খবর/দেশ/
Maoist: মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত পাঁচ মাওবাদী
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement