Indian Rail: ট্রেনে এই জিনিসগুলি নিয়ে উঠলেই ৩৬ মাসের জেল! দীপাবলি-ছটের আনন্দে ছেদ? সতর্ক করল রেল
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railway new law: রেলওয়ে বার বার ট্রেনে পটকা না নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। তবুও অনেক যাত্রী এই নিয়ম ভঙ্গ করতে দেখা যায়। পটকার পাশাপাশি গ্যাস সিলিন্ডার, দাহ্য রাসায়নিক, অ্যাসিড ইত্যাদি নিয়েও ট্রেনে চলাচল এবার নিষিদ্ধ।
advertisement
নয়াদিল্লি: দেশজুড়ে উৎসবের পরিবেশ বিরাজমান। করবা চৌথের পর এখন দীপাবলি, ভাই ফোঁটা, ছট পূজোর অপেক্ষা। এই সময় লক্ষ লক্ষ মানুষ বাড়ির দিকে রওনা দেন। উৎসবের মৌসুমে ট্রেনগুলোতে ভিড় অনেক বেড়ে যায়। বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে মহানগরগুলোর যাত্রীরা বিহার এবং উত্তরপ্রদেশের দিকে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতীয় রেল ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে মানুষদের সমস্যায় পড়তে না হয়।
advertisement
বিহার এবং উত্তরপ্রদেশের প্রধান শহরগুলোর দিকে যাওয়ার রেল রুটে অনেক সংখ্যায় ট্রেন চালু করা হয়েছে। রেল যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে। যাতে কেউ আইনগত সমস্যায় পড়তে না হয়। রেলওয়ে কিছু বিশেষ জিনিস ট্রেনে না নেওয়ার সতর্কতা দিয়েছে। নিয়ম ভঙ্গ করলে জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে।
advertisement
রেলের মতে, সতর্কতা সত্ত্বেও যদি কোনও যাত্রী এই ধরনের কাজ করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় রেল ট্রেনে পটকা বা বাজি বহন করার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রেলওয়ে নিরাপত্তা নিয়ম অনুযায়ী, যদি কোনো যাত্রী ট্রেনে কোনও প্রকার দাহ্য পদার্থ নিয়ে যেতে গিয়ে ধরা পড়েন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে আইন অনুযায়ী, নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তিন বছরের জেল বা ১০০০ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে।
advertisement
রেলওয়ে আইন অনুযায়ী, অনেক জিনিস রয়েছে যেগুলোকে ট্রেনে নিয়ে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উল্লেখ্য, দেশের কিছু স্থানে পটকা খুব সস্তায় পাওয়া যায়, তাই মানুষ দীপাবলির সময় সেগুলো বাড়িতে নিয়ে যেতে চান। রেলওয়ে বার বার ট্রেনে পটকা না নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। তবুও অনেক যাত্রী এই নিয়ম ভঙ্গ করতে দেখা যায়। পটকার পাশাপাশি গ্যাস সিলিন্ডার, দাহ্য রাসায়নিক, অ্যাসিড ইত্যাদিও নিষিদ্ধ। এগুলো ট্রেনে নিয়ে যাওয়ার ফলে যাত্রীর দীপাবলি এবং ছট পূজার আনন্দ বিঘ্নিত হতে পারে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2024 7:21 PM IST