Covid In Parliament: সংসদ ভবনেও করোনার থাবা, সংসদের ৪০০ কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Covid 19: এ ছাড়া সংসদের অধিবেশনও শুরু হওয়ার মুখে। করোনার বিপুল সংক্রমণের মধ্যেই সংসদের বাজেট অধিবেশ শুরু হওয়ার কথা রয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে।
#নয়াদিল্লি: সংসদেরও মুক্তি নেই। করোনা (Covid 19) এ বার প্রবেশ করল সর্বোচ্চ আইনসভায় অন্দরে। খবর পাওয়া গিয়েছে, করোনা সংক্রমণের তীব্র কোপে পড়েছে ভারতের সংসদ ভবন। গত ৬ ও ৭ জানুয়ারি সংসদ ভবনে কর্মরত কর্মচারী, সুরক্ষা কর্মী ও অন্যান্য কর্মচারীদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। যাতে ৪০০ জন কর্মচারী কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, সংসদ ভবনে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারের ভিভিআইপি থেকে শুরু করে সাংসদদের যাতায়াত। অনেকেই তাঁদের মধ্যে বয়সে প্রবীণ। সেই কারণেই সংসদ ভবনে সংক্রমণ নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালে গণহারে করোনা আক্রান্ত নার্সরা, পরিস্থিতি ভয়াবহ!
এ ছাড়া সংসদের অধিবেশনও শুরু হওয়ার মুখে। করোনার বিপুল সংক্রমণের মধ্যেই সংসদের বাজেট অধিবেশ শুরু হওয়ার কথা রয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে অধিকাংশ সাংসদরা উপস্থিত থাকেন। দীর্ঘ সময় ধরে সংসদের উভয় করে বাজেট পেশ, আলোচনা ও তার পর বাজেট পাশ হয়। এই গোটা প্রক্রিয়াকে থামিয়ে রাখারও কোনও উপায় নেই। কিন্তু এই বিপুল সংখ্যায় কর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ আসার চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার।
advertisement
আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছাড়াল ১৮ হাজার! কলকাতাতেই ৭ হাজার...
এমনিতে দেশের রাজধানীতে রোজই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। রোজই নতুন নতুন করে অঞ্চল হচ্ছে কন্টেনমেন্ট জোন। সপ্তাহ শেষে কার্ফু করারও সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। কিন্তু কোনও কিছু করেই সংক্রমণ রোধ করা যায়নি এখনও। রাজধানীর এই সংক্রমণের ঢেউ কি এসে পড়ল সংসদেও, এখন সেটাই প্রশ্ন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2022 10:29 PM IST