• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সাইক্লোন আমফানের প্রবল গতিতে ওড়িশার সমুদ্র তীরে ভেসে এল ৪০ ফুটের তিমি মাছ!

সাইক্লোন আমফানের প্রবল গতিতে ওড়িশার সমুদ্র তীরে ভেসে এল ৪০ ফুটের তিমি মাছ!

ছবিছ সংগৃহীত

ছবিছ সংগৃহীত

 • Share this:

  #কেন্দ্রাপাড়া: সাইক্লোন আমফানের তীব্রতা ছিল ভয়াবহ । প্রবল শক্তি সঞ্চয় করে বাংলা আর ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় । আর এতেই ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলার বিস্তৃর্ণ এলাকা । ওড়িশার উপকূলও আমফানের তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়েছে । ওড়িশার পুরী, ভুবনেশ্বর, ভদ্রকের মত একাধিক শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে । এবার দেখা গেল, আমফানের ভয়াবহ গতিতে ওড়িশার গহিরমাথা মেরিন স্যাংচুয়ারিতে ভেসে এল একটি বিশালাকার তিমি মাছ । মাছটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট । আনুমানিক ওজন ১০ টনের মতো । বনকর্মীরা জানাচ্ছেন, এই ম্যামথ তিমি সাধারণত দেখা যায় ‘আগারনাসি’ দ্বীপের কাছে । সম্ভবত কোনও কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে এই তিমিটি । ফেল ঝড়ের ধাক্কায় ভেসে এসেছে এই দীর্ঘপথ । এমনকি তিমিটির গায়ে বহু আঘাতের চিহ্নও দেখতে পেয়েছেন বনকর্মীরা । এই ম্যামথ তিমির প্রজাতি এখন পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে । কী ভাবে ওই তিমিটির মৃত্যু হল তা নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে ।

  Published by:Simli Raha
  First published: