Heart Attack: জলের বোতলে চুমুক, তার পরেই লুটিয়ে পড়লেন! জিম করতে করতেই ৩৭ বছরের যুবকের মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যায়ামের পর ওই যুবক বোতল থেকে জল পান করছেন৷ তার পরে ঘুরে দাঁড়াতেই লুটিয়ে পড়েন তিনি৷
জিম করতে করতেই মৃত্যু হল ৩৭ বছরের এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ছিঁচওয়াড়়ে৷ মৃত ওই যুবকের নাম মিলিন্দ কুলকার্নি৷ চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই যুবকের৷
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যায়ামের পর ওই যুবক বোতল থেকে জল পান করছেন৷ তার পরে ঘুরে দাঁড়াতেই লুটিয়ে পড়েন তিনি৷
জানা গিয়েছে, সকাল ৭.১৫ মিনিট নাগাদ একটি জিমে এই ঘটনা ঘটে৷ জিমের এক কর্মীর কথা অনুযায়ী, ব্যায়াম করার সময় ওই যুবকের মাথা ঘোরাচ্ছিল৷ এর পরই জলের কুলারের দিকে এগিয়ে যাওয়ার সময় আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷
advertisement
advertisement
ওই যুবক সংজ্ঞাহীন হয়ে পড়তেই প্রথমে তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এর পর তাঁকে পিম্প্রির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 3:37 PM IST