Home /News /national /
Punjab Assembly Elections 2022: মোবাইল মেরামতি দোকানের মালিক, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ৩৫ বছরের লভ সিং?

Punjab Assembly Elections 2022: মোবাইল মেরামতি দোকানের মালিক, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ৩৫ বছরের লভ সিং?

চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে আপের প্রার্থী লভ সিং৷

চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে আপের প্রার্থী লভ সিং৷

প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী৷ অনেকেই একে বলছেন ডেভিড বনাম গোলিয়থের লড়াই৷ মোবাইল মেরামতির দোকানের মালিক লভ সিং অবশ্য তাতে দমছেন না (Punjab Assembly Elections 2022)৷

 • Share this:

  #ভদৌর: একদিকে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ আর তাঁর প্রতিপক্ষ ছোট্ট মোবাইল মেরামতির দোকানের মালিক৷ তা সত্ত্বেও দমছেন না ৩৫ বছরের লভ সিং (Punjab Assembly Elections 2022)৷ পঞ্জাবের নির্বাচনে এবার ভদৌর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi) বিরুদ্ধে এই যুবককেই প্রার্থী করেছে আম আদমি পার্টি৷

  প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী৷ অনেকেই একে বলছেন ডেভিড বনাম গোলিয়থের লড়াই৷ মোবাইল মেরামতির দোকানের মালিক লভ সিং অবশ্য তাতে দমছেন না৷ বরং আত্মবিশ্বাসী গলায় বলছেন, 'গোটা দেশের সংবাদমাধ্যম ভদৌরে এসে আমাকে খুঁজছে৷ তাঁরা জানতে চাইছেন, কে সেই প্রার্থী যাঁকে হারাতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই প্রার্থী করতে হল কংগ্রেসকে?'

  আরও পড়ুন: মুখ্যমন্ত্রী চান্নির ভাইপোকে গ্রেফতার করল ইডি, ভোটের আগে জোর শোরগোল পঞ্জাবে

  এমনিতে চরণজিৎ সিং চান্নি চমকপুর সাহিব কেন্দ্রের বিধায়ক৷ এবারেও তাঁকে সেখানে থেকেই প্রার্থী করেছে কংগ্রেস৷ সবাইকে খানিক অবাক করেই চমকপুর সাহিবের পাশাপাশি ভদৌর থেকেও চরণজিৎ সিং চান্নিকে প্রার্থী করেছে কংগ্রেস৷ অথচ এই ভদৌর কেন্দ্র থেকে গত পঞ্চাশ বছরে মাত্র একবার জয়ী হয়েছে কংগ্রেস৷ বর্তমানে এই কেন্দ্রটি রয়েছে আপ-এর দখলে৷

  লভ িসং-এর দাবি, ভাদৌরের বাসিন্দারা তাঁদের মাটির মানুষকেই পছন্দ করেন৷ তাই প্রতিপক্ষে যত বড় নামই থাকুক না কেন, নিজের জয়ের বিষয়ে নিঃসংশয় দু' কামরার বাড়িতে দিনযাপন করা লভ সিং৷ তিনি জানিয়েছেন, আপাতত নিজের মোটরবাইক অথবা বাসে চড়েই ভদৌরের গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি৷ আপ প্রার্থীর কটাক্ষ, মুখ্যমন্ত্রী চান্নি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করলেও আসলে তা লোকদেখানোর জন্য৷ কারণ মুখ্যমন্ত্রীর ছেলে দু' কোটি টাকার গাড়িতে চড়ে ঘুরে বেড়ান৷ লভ সিং-এর আরও দাবি, 'আসলে মুখ্যমন্ত্রী চমকপুর সাহিব থেকে হারবেন জেনেই তাঁকে ভদৌরেও প্রার্থী করেছে কংগ্রেস৷'

  আরও পড়ুন: "পুরনো জিনিস নতুন মোড়কে"! রাহুলের সঙ্গে তুলনা করে অখিলেশ-জয়ন্তর জোটকে কটাক্ষ যোগীর

  চান্নিকে ভদৌর থেকে জেতাতে মরিয়া কংগ্রেসও৷ ইতিমধ্যেই ভদৌর শহরে চান্নির নতুন নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে৷ ২০১২ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বর্তমানে ফরিদকোঠের সাংসদ মহম্মদ সাদিক৷ গত পঞ্চাশ বছরে তিনিই একমাত্র কংগ্রেস প্রার্থী যিনি ভদৌর থেকে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন৷

  ভদৌরে চরণজিৎ সিং চান্নির নির্বাচনী কার্যালয়৷

  মহম্মদ সাদিকের অবশ্য দাবি, ভদৌর থেকে বড় ব্যবধানেই জিতবেন চান্নি৷ তাঁর পাল্টা যুক্তি, 'অনেক নেতাই দুু'টি কেন্দ্র থেকে লড়াই করেন৷ চরণজিৎ সিং চান্নি গোটা পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ তিনি সব কেন্দ্রেরই প্রার্থী৷ মুখ্যমন্ত্রী এখানে প্রার্থী হওয়ায় ভদৌর ভিআইপি কেন্দ্র হয়ে গিয়েছে৷ এখানকার মানুষও সেকথা মাথায় রেখেই ভোট দেবেন৷'

  লভ সিং অবশ্য বলছেন, 'আমি দু' কামরার বাড়িতে থাকি৷ আর মুখ্যমন্ত্রী গায়ে একটা শাল জড়িয়ে নিজেকে সাধারণ মানুষ প্রমাণ করতে চান৷ তাহলে তাঁর ছেলে ২ কোটি টাকার গাড়ি চড়ে ঘুরছে কেন? মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে তল্লাশি করেও কী করে দশ কোটি টাকা উদ্ধার করল ইডি?' স্থানীয়দের একাংশের দাবি, ভদৌর আম আদমি পার্টির যথেষ্ট শক্ত ঘাঁটি৷ ফলে ভদৌরে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি৷

  Aman Sharma

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: AAP, Charanjit Singh Channi, Congress, Punjab

  পরবর্তী খবর