Maha Kumbh Maha Jam: ৩০০ কিমি রাস্তায় থমকে চাকা! মহাকুম্ভের পথে মহা-জ্যামে আটকে লক্ষ লক্ষ পুণ্যার্থী, ভিডিও দেখলে ভয় পেয়ে যাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Maha Kumbh 2025 Maha Jam: ৩০০ কিলোমিটার লম্বা জ্যামে অবরুদ্ধ প্রয়াগরাজ। সেই জ্যামে আটকে পড়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫ স্নান চলছে। ইতিমধ্যেই দু'দিন অর্থাৎ মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যার স্নান সম্পন্ন হয়েছে, আসছে মাঘী পূর্ণিমা। আরও অনেক রেকর্ড তৈরি হয়েছে এই মহাকুম্ভে।
প্রয়াগরাজঃ ৩০০ কিলোমিটার লম্বা জ্যামে অবরুদ্ধ প্রয়াগরাজ। সেই জ্যামে আটকে পড়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫ স্নান চলছে। ইতিমধ্যেই দু’দিন অর্থাৎ মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যার স্নান সম্পন্ন হয়েছে, আসছে মাঘী পূর্ণিমা। আরও অনেক রেকর্ড তৈরি হয়েছে এই মহাকুম্ভে। একইভাবে মহাকুম্ভেও মহাজ্যামের রেকর্ড হয়েছে। প্রয়াগরাজ বিশ্বের অন্যতম জ্যামযুক্ত শহর হয়ে উঠেছে। যেখানে ১-২ ঘণ্টা নয়, ৭২ ঘণ্টা ধরে চারদিকে প্রচণ্ড জ্যাম।
মধ্যপ্রদেশের সাতনা ও কাটনি সীমান্ত থেকে ৩০০ কিলোমিটার প্রয়াগরাজ পর্যন্ত মহাকুম্ভে আসা ভক্তদের ট্রেন চলাচল অব্যাহত। প্রচণ্ড জ্যামের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব একটি বিশেষ আবেদন করেছেন। এরপরও চারদিকে জ্যাম।
আরও পড়ুনঃ বাড়ির তুলসি গাছ দু-দিন পর পরই শুকিয়ে যাচ্ছে? জাস্ট ২ মিনিটে মুশকিল আসান! নতুন সবুজ পাতায় ছেয়ে যাবে
advertisement
advertisement
Traffic Jam of 15 KM before Jabalpur …still 400 KM to prayagraj. Please read traffic situation before coming to Mahakumbh! #MahaKumbh2025 #mahakumbh #MahaKumbhMela2025 @myogiadityanath @yadavakhilesh #kumbhamela #kumbh pic.twitter.com/BKmJ3HNIx7
— Nitun Kumar (@dash_nitun) February 9, 2025
advertisement
দু’দিন আগেই প্রয়াগরাজ সঙ্গমে এসেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভক্তদের উদ্দেশে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এ অংশ নিতে যাওয়া রাজ্য এবং অন্যান্য রাজ্য থেকে বিপুল সংখ্যক ভক্তকে চাকঘাট রেওয়া থেকে জব্বলপুর, কাটনি এবং শিবনী জেলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন। বেশিরভাগ যানবাহনেই রয়েছেন নারী, বৃদ্ধ এবং শিশুরা। মুখ্যমন্ত্রী এই জেলাগুলির প্রশাসন এবং নগর সংস্থার আধিকারিকদের অবিলম্বে ভক্ত-সহ সমস্ত ক্ষতিগ্রস্থ মানুষের জন্য খাবার, জল, শৌচাগার এবং অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধার মতো প্রাথমিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রশাসন ব্যবস্থাকে সহজ করতে পুণ্যার্থী ও নাগরিকদের সহযোগিতার আবেদন জানিয়েছেন মোহন যাদব।
advertisement
আরও পড়ুনঃ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামের খনি এই সবজি! চাঙ্গা রাখে কিডনি-লিভার, শুধু জানুন কীভাবে খাবেন
মহাকুম্ভ ২০২৫-এর ব্যবস্থাপনা প্রয়াগরাজের স্থানীয় বাসিন্দারা আজীবন মনে রাখবেন। একইসঙ্গে দেশের মানুষ এই সাংঘাতিক জ্যামের কথা কখনও ভুলবেন না। কারণ প্রয়াগরাজের স্থানীয় মানুষ স্কুল, হাসপাতাল বা প্রয়োজনীয় পরিষেবার সুবিধা নিতে পারছেন না। একইসঙ্গে এখানে আসা ভক্তদের কেউই সময়মতো প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছতে পারছেন না। একইসঙ্গে ১০ ঘণ্টায়ও ২ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করা যাচ্ছে না।
advertisement
প্রয়াগরাজ মহাকুম্ভে আশা ভক্তরা ফিরতে শুরু করেছেন। দিল্লি ও কানপুর থেকে আসা রাস্তাটি ইতিমধ্যে ৩০ কিলোমিটার জ্যামে আটকে ছিল। মধ্যপ্রদেশ থেকে আসা রাস্তায় জ্যাম থেকে বেরোতে পারছে না কোনও গাড়ি। বেনারস থেকে আসা ভক্তদের ক্ষেত্রেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে প্রয়াগরাজ মহাকুম্ভ যাওয়ার সব রাস্তায় জ্যামে জর্জরিত।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 12:16 PM IST