অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে আচমকা গুলি-গ্রেনেড, নিহত ৩
Last Updated:
#অমৃতসর: অমৃতসরের আদিলওয়াল গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাইকে করে এসে জনতার উপর গুলিবৃষ্টি চালাল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। গ্রামের গুরুদ্বারে নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময়ই হামলার ঘটনাটি ঘটে।
দুপুর বারোটার সময় এই হামলা চালানো হয়। জনতার ওপর বুলেট বৃষ্টির পাশাপাশি ছোঁড়া হয় গ্রেনেডও। দু’টি বাইকে করে এসে মুখোশধারী আততায়ীরা এই হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
IGP(বর্ডার রেঞ্জ) এসপিএস পারমার বলেন, গ্রেনেড ছোড়ার একটা ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
advertisement
advertisement
জঙ্গি হামলা হতে পারে বলে গোয়েন্দা দপ্তর থেকে খবর পেয়ে সম্প্রতি অমৃতসরে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, বুরহান ওয়ানির উত্তরসূরি জঙ্গি জ়াকির মুসা অমৃতসরে লুকিয়ে রয়েছে।
অমৃতসরে বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন পঞ্জাব কংগ্রেস সভাপতি সুনীল জাখার। মৃতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2018 1:24 PM IST