Arunachal Pradesh: হদিশ মিলল অরুণাচলপ্রদেশ থেকে নিখোঁজ কিশোরের, দ্রুত ফেরানোর প্রতিশ্রুতি বেজিংয়ের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
17 Years Old Indian Boy Kidnapped By China Army: গত বুধবার অরুণাচলের আপার সিয়াং জেলা থেকে মিরাম তারন নামে ১৭ বছরের এক কিশোরকে অপহরণ করে চিনা বাহিনী। এরপরেই ট্যুইট করেন বিজেপি সাংসদ তাপির গাও।
নয়াদিল্লি: অবশেষে হদিশ মিলল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে চিনা বাহিনীর অপহরণ করা ভারতীয় কিশোরের। রবিবার, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম থেকে নিখোঁজ কিশোরের খোঁজ পেয়েছে চি আর্মি।
অভিযোগ, গত বুধবার অরুণাচলের আপার সিয়াং জেলা থেকে মিরাম তারন (Miram Taron) নামে ১৭ বছরের এক কিশোরকে অপহরণ করে চিনা বাহিনী। এরপরেই ট্যুইট করেন বিজেপি সাংসদ তাপির গাও( BJP MP Tapir Gao)। লেখেন, "ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই কিশোরকে ৷ ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগও করেন তিনি ৷
advertisement
চিনা আগ্রাসনের এই উদাহরণ একেবারেই নতুন নয়৷ ২০২০ সালেও সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে, পাঁচ যুবককে অপহরণ করেছিল পিএলএ। যে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয় বলে অভিযোগ, তাঁরা ভারতীয় সেনার হয়ে পোর্টার এবং গাইড হিসেবে কাজ করতেন বলে খবর৷ তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানু বেকার এবং এনগুরু দিরি৷
advertisement
advertisement
অসমের তেজপুরের প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ আধিকারিক হর্ষবর্ধন পান্ডে জানান, চিনা সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে, তারা অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে নিখোঁজ কিশোরকে খুঁজে পেয়েছে। তাকে এক সপ্তাহের মধ্যেই ভারতের হাতে তুলে দেওয়া হবে৷ এর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সেনাবাহিনীর অপহরণের পরই ভারতীয় সেনা, পিএলএর সঙ্গে তাদের হটলাইন সক্রিয় করে। প্রতিরক্ষা বাহিনী সূত্রে খবর, ভারতীয় সেনা চিনকে জানিয়েছিল, ভেষজ সংগ্রহ এবং শিকার করতে গিয়ে পথ হারিয়েছিল ওই কিশোর। তারপরেই শুরু হয় তার খোঁজ৷ তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পিএলএ-র সহায়তা চাওয়া হয়েছিল।
advertisement
ঘটনার পর ইতিমধ্যে কেন্দ্রকে একহাত নিয়েছে কংগ্রেস৷ সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সীমান্তের অনেক জায়গায় পাহারা দেওয়া হয় না। এর সুযোগে অপহরণ এবং অনুপ্রবেশ চলছে, দাবি বিরোধীদের৷
advertisement
অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসন ক্রমশ বাড়ছেই৷ সীমান্তের ১৩টি জেলার নাম ইতিমধ্যে বদলে ফেলেছে বেজিং৷ গত ২ বছর ধরে চিনের সঙ্গে লাদাখ নিয়ে টানাপোড়েন চলছে ভারতের। গালওয়ান সংঘর্ষ দুই দেশের সম্পর্ককে বিগড়ে দিচ্ছে ক্রমশ৷ ভারত বোঝাপোড়ার কথা বললেও চিন বারবার তার আগ্রাসী মনোভাব বজায় রেখেছে৷ সম্প্রতি চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার বৈঠক ফলপ্রসূ হয়নি। ভারতীয় সেনা বারবারই হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর কথা বলেছে। রাজি হয়নি চিনা ফৌজ। ক্রমাগত এই ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সীমান্তে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2022 5:01 PM IST