Man assaults woman for declining marriage: বিয়েতে রাজি হয়নি নাবালিকা, ধর্ষণ করে গরম লোহার রড দিয়ে নিজের নাম লিখল তরুণ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বিয়েতে রাজি হয়নি ১৭ বছর বয়সি নাবালিকা। তিন দিন ধরে পাশবিক নির্যাতনের পরে গরম লোহার রড দিয়ে মেয়েটির গায়ে নিজের নাম খোদাই করে দিল ২২ বছরের তরুণ।
বিয়েতে রাজি হয়নি ১৭ বছর বয়সি নাবালিকা। তিন দিন ধরে পাশবিক নির্যাতনের পরে গরম লোহার রড দিয়ে মেয়েটির গায়ে নিজের নাম খোদাই করে দিল ২২ বছরের তরুণ। ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরির।
অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রফতার করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক গরম লোহার রড দিয়ে মেয়েটির মুখে নিজের নাম খোদাই করে দেয়। নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত যুবক, কিন্তু বিয়েতে রাজি হয়নি ১৭ বছর বয়সি নাবালিকা। মেয়েটিকে শিক্ষা দিতে তাকে আটক করে তিন দিন ধরে ধর্ষণ করে অভিযুক্ত যুবক, শুধু সেখানেই শেষ নয়, মেয়েটির মুখে নিজের নামও খোদাই করে দেয় সেই যুবক।
advertisement
পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পকসো আইনের পাশাপাশি ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং ৩২৪ (অস্ত্র দিয়ে আঘাত) ধারায় মামলা রুজু করেছে। আইনানুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 4:46 PM IST