Trapped: উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল নির্মীয়মাণ ভবন, ধ্বংসস্তুপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Last Updated:

উত্তরপ্রদেশের কনৌজ রেলস্টেশনে হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ ভবন। শুক্রবার, দুপুরে এই ঘটনায় এক ডজনের বেশি শ্রমিক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রেলস্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলাকালীন দু'তলায় কর্মরত ছিলেন বেশ কিছু শ্রমিক। তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ছবি- পিটিআই
বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ছবি- পিটিআই
কনৌজ: উত্তরপ্রদেশের কনৌজ রেলস্টেশনে হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ ভবন। শুক্রবার, দুপুরে এই ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রেলস্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলাকালীন দো’তলায় কর্মরত ছিলেন বেশ কিছু শ্রমিক। তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
যখন দুর্ঘটনা ঘটে তখন মোট ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। রেল,দমকল,পুলিশের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে মোট ২৩ জনকে  উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ওই অঞ্চলের জেলাশাসক সুভ্রান্ত কুমার শুক্ল জানান, “প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী নির্মীয়মাণ ভবনের মাথার ছাদ ভেঙে পড়তেই বিপত্তি বাধে।”
তিনি আরও জানান, “আমাদের প্রথম কাজ হল আটকে থাকা মানুষদের নিরাপদে উদ্ধার করে আনা। সেই কাজে আমরা সবরকম চেষ্টা করছি যাতে সবাইকে উদ্ধার করা যায়।”
advertisement
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর রেলওয়ে। দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং জানান, ” রেলের পক্ষ থেকে এই দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা এবং আশঙ্কাজনকভাবে আহত ব্যক্তিদের আড়াই লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
Trapped: উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল নির্মীয়মাণ ভবন, ধ্বংসস্তুপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement