শরীরে অত্যাধিক লোম! ১৭ বছরেই ‘ওয়্যার উল্ফ’ সিনড্রোমে অদ্ভুত দর্শন মধ্যপ্রদেশের বালক

Last Updated:

সংবাদমাধ্যমে ললিত জানিয়েছে, সে যখন স্কুলে যেত, তখন ক্রমে তার সহপাঠী, বন্ধুরা নানারকম উৎপীড়ন শুরু করে তার উপর৷

#নয়াদিল্লি: আজব রোগ৷ আর তাতেই মানুষের শরীর বদলে যাচ্ছে৷ দেখতে মনে হচ্ছে অনেকটা ওয়্যার উলফের মতো৷ সম্প্রতি এমনই এক আক্রান্তের খোঁজ মিলেছে মধ্যপ্রদেশের নন্দেলতা গ্রামে৷ এটিকে চিকিৎসার পরিভাষায় বলা হয় ‘হাইপারট্রিকায়োসিস’৷ একটি বিরল ‘ওয়্যার উলফ’ সিনড্রোম৷ মাত্র সতেরো বছর বয়সেই মুখের চারিদিক ঘিরে জন্ম নিয়েছে আশ্চর্য বন্যপ্রাণীর মতো লোম৷ আর তা দেখেই অবাক হচ্ছেন সকলে৷
আক্রান্তের নাম ললিত পতিদার৷ তাঁর বয়স ১৭৷ চিকিৎসকরা বলছেন, যে রোগে আক্রান্ত হয়েছে সে, সেই রোগের ফলে শরীরের কোনও নির্দিষ্ট একটি অংশ থেকে বিপুল পরিমাণ লোমের জন্ম হয়৷ পরিবারের তরফ থেকে বলা হয়েছে, ছোটবেলা থেকেই ললিতের শরীরে নানারকম সমস্যা ছিল৷ কিন্তু বালক অবস্থায় পৌঁছানোর আগে পর্যন্ত অস্বাভাবিক কিছু নজরে পড়েনি৷ তবে ক্রমে শৈশব ছেড়ে বাল্যে প্রবেশের পরেই শরীর পাল্টে যেতে থাকে৷ বদলে যায় মুখাবয়ব৷
advertisement
advertisement
আরও পড়ুন,  'মানুষের জন্য জীবন দিতে রাজি আছি', 'লক্ষ্মীর ভান্ডার' ইস্যুতে তীব্র আক্রমণ মমতার!
সংবাদমাধ্যমে ললিত জানিয়েছে, সে যখন স্কুলে যেত, তখন ক্রমে তার সহপাঠী, বন্ধুরা নানারকম উৎপীড়ন শুরু করে তার উপর৷ ঢিল ছোড়া হয় তাকে লক্ষ্য করে. মারধরের মুখেও পড়তে হয়৷ সে বলেছেন, ‘‘আমার মা বাবা আমাকে বলেছিলেন, জন্মের সময় আমার শরীরের লোম কেটে দিয়েছিলেন চিকিৎসকরা৷ আমি ৬-৭ বছর বয়স পর্যন্ত তেমন করে কিছু বুঝতে পারিনি৷ কিন্তু তার পরেই আমার লোম বার হতে থাকে৷ তবে সেটি সাধারণ মানুষের মতো ছিল না, ছিল একেবারে জান্তব৷’’
advertisement
আসলে এই রোগটি কী?
ওয়্যার উল্ফ সিনড্রোম, চিকিৎসার পরিভাষায় যার নাম হাইপারট্রাইকোসিস, হল শরীরের একটি অংশে বা সারা শরীরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে লোমের প্রকাশ৷ কেমন এমন হয়, তা এখনও চিকিৎসাবিজ্ঞানীদের গবেষণার বস্তু, বিস্তারিত তথ্য এখনও মেলেনি৷ তবে মনে করা হয়, এটি বংশগত৷ এটির কোনও নির্দিষ্ট ওষুধ এখনও চিকিৎসাবিজ্ঞানের অংশ নয়৷ কিছু ওষুধ পাওয়া যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শরীরে অত্যাধিক লোম! ১৭ বছরেই ‘ওয়্যার উল্ফ’ সিনড্রোমে অদ্ভুত দর্শন মধ্যপ্রদেশের বালক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement