দু’বছর ধরে ১১৩ জন ধর্ষণ করেছে নাবালিকাকে

Last Updated:

চাকরির প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গ থেকে পুণে নিয়ে যাওয়া হয় বছর ষোলোর একটি মেয়েকে ৷ কিন্তু তারপর চাকরি তো দুরের কথা প্রতিনিয়ত তার উপর চলে যৌন নির্যাতন ৷ ১৬ বছরের নাবালিকাকে বিক্রি করে দেওয়া হয় দেহব্যবসায় ৷নাবালিকা তার বয়ানে জানিয়েছে, গত দু’বছরে কমপক্ষে ১০০ জন তাকে ধর্ষণ করেছে যার মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও ছিল ৷ মার্চ মাসে পতিতাপল্লি থেকে কোনওভাবে পালিয়ে দিল্লি পৌছয় তরুণী ৷ সেখানেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ ১১৩ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ ৷

#পুণে: চাকরির প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গ থেকে পুণে নিয়ে যাওয়া হয় বছর ষোলোর একটি মেয়েকে ৷ কিন্তু তারপর চাকরি তো দুরের কথা প্রতিনিয়ত তার উপর চলে যৌন নির্যাতন ৷ ১৬ বছরের নাবালিকাকে বিক্রি করে দেওয়া হয় দেহব্যবসায় ৷নাবালিকা তার বয়ানে জানিয়েছে, গত দু’বছরে কমপক্ষে ১০০ জন তাকে ধর্ষণ করেছে যার মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও ছিল ৷ মার্চ মাসে পতিতাপল্লি থেকে কোনওভাবে পালিয়ে দিল্লি পৌছয় তরুণী ৷ সেখানেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ ১১৩ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ ৷
নাবালিকার অভিযোগের ভিত্তিতে রবিবার বছর ২৬-এক মহিলাকে গ্রেফতার করেছে ভিমন্তাল থানার পুলিশ ৷ অভিযুক্ত মহিলা নেপালের বাসিন্দা ৷ এই ঘটনার যোগ সূত্র রয়েছে দিল্লির এক মডেলের ধর্ষণের চেষ্টা করার ঘটনার সঙ্গে ৷ ওই মডেলকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে দেহ ব্যবসায় নামানো হয় ৷ অনেক চেষ্টার পর সবার টোখে ফাঁকি দিয়ে বছর চব্বিশের ওই মডেল ও একজন নাবালিকা সেখান থেকে পালিয়ে আসতে সফল হয় ৷ পুলিশ জানিয়েছে, নাবালিকা মেয়েটির বাড়ি শিলিগুড়িতে ৷ তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে ৷ এই ঘটনার পর থেকে মানসিকভারসাম্যহীন হয়ে পড়ে মা ৷ ঠাকুমার একটি চায়ের দোকান রয়েছে ৷ এই দোকানেই অধিকাংশ সময় কাটাতো মেয়েটি ৷ এই দোকানেই চা ও সিগারেট কিনতে এসে মেয়েটিকে দেখে অভিযুক্ত রোহিত ভান্ডারি ৷ মেয়েটিকে পুণেতে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় রোহিত ৷ অভাব অনটনের সংসারে এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি বছর ষোলোর তরুণী ৷ তাই আর কিছু না ভেবে রাজি হয়ে যায় ৷ ২০১৪ জানুয়ারি মাসে তাকে শিলিগুড়ি থেকে  নিয়ে রওনা দেয় অভিযুক্ত ৷ প্রথম কিছুদিন বেশ কেটে যায় ৷ কিন্তু তারপর শুরু হয় অত্যাচার ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ নির্যাতিতার মেডিকাল পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দু’বছর ধরে ১১৩ জন ধর্ষণ করেছে নাবালিকাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement