MP Political Crisis| সিন্ধিয়া ছাড়তেই ইস্তফা দিলেন ১৪ বিধায়ক! মধ্যপ্রদেশে সরকার পতনের মেঘ

Last Updated:

বৈঠক শেষ করেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন জ্যোতিরাদিত্য৷ কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের অবসান ঘটালেন৷ ইস্তফাপত্রে জ্যোতিরাদিত্য লিখলেন, 'কংগ্রেসে থেকে দেশসেবা করতে পারছি না৷'

#নয়াদিল্লি: রাত থেকেই সম্ভাবনা ঘনাচ্ছিল৷ বেলা গড়াতেই সব পরিষ্কার হয়ে গেল৷ কংগ্রেস ছেড়ে দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ মঙ্গলবার হোলির উত্‍সবের মধ্যেই জ্যোতিরাদিত্যকে সকাল সকাল সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এরপর তিনজনের বেশ কিছুক্ষণ বৈঠক করেন৷ এ দিন সিন্ধিয়া ইস্তফাপত্র পাঠানোর পরেই মধ্যপ্রদেশের ১৪ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিলেন৷ এঁরা সবাই যদি বিজেপি-তে যোগ দেন, সে ক্ষেত্রে সংখ্যার বিচারে অনেকটাই পিছিয়ে যাবে কংগ্রেস৷
advertisement
advertisement
বৈঠক শেষ করেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন জ্যোতিরাদিত্য৷ কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের অবসান ঘটালেন৷ ইস্তফাপত্রে জ্যোতিরাদিত্য লিখলেন, 'কংগ্রেসে থেকে দেশসেবা করতে পারছি না৷'
advertisement
ট্যুইটারে লিখলেন, 'একেবারে নতুন করে রাজনৈতিক জীবন শুরু করার জন্য এটাই সেরা সময়৷ মানুষের সেবা করতেই রাজনীতি করি৷ কিন্তু কংগ্রেসে থেকে তা করা সম্ভব হচ্ছে না৷'
advertisement
জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়ার পরে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বললেন, 'মধ্যপ্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ তারা সরকার গড়তে পেরেছে ঠিকই, কিন্তু টিকিয়ে রাখতে পারল না৷'
advertisement
জ্যোতিরাদিত্যকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কংগ্রেস নেতা গৌরব পান্ধির ট্যুইট, 'বিশ্বাসঘাতক সব সময়ই বিশ্বাসঘাতক৷ এই বিশ্বাসঘাতকতার পরে আর কোনও আলোচনারই দরকার নেই৷ পিরিয়ড!'
মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগই করতে পারেনি কংগ্রেস৷ রাতভর চেষ্টার পরেও সিন্ধিয়ার সঙ্গে কথা বলতে পারেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানান, জ্যোতিরাদিত্যর সোয়াইন ফ্লু হয়েছে৷ তাই তিনি ফোন ধরছেন না৷
advertisement
সোমবার রাতারাতি মধ্যপ্রদেশ সরকার সঙ্কটে পড়ে যায়৷ মধ্যরাতে হঠাত্‍ সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৬ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কমলনাথের সরকারের বিরুদ্ধে৷ রাতেই ২২ জন মন্ত্রী ইস্তফা দেন৷
হাতে ১২০ বিধায়ক, সংখ্যগরিষ্ঠতার অঙ্ক থেকে যা মাত্র ৪ আসন বেশি৷ ফলে আসন সহজে টলমল হবে, সে কথা বুঝতে পেরেছেন কমলনাথ৷ ওদিকে ঝোপ বুঝে কোপ মারল বিজেপিও৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Political Crisis| সিন্ধিয়া ছাড়তেই ইস্তফা দিলেন ১৪ বিধায়ক! মধ্যপ্রদেশে সরকার পতনের মেঘ
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement