#নয়াদিল্লি: ঘর ভর্তি লাশ ! একই পরিবারের ১১ জনের অস্বাভাবিক মৃত্যু ! প্রত্যেকের হাত-পা-মুখ বাঁধা ৷ ১০জন ঝুলছেন সিলিং থেকে ৷ একজন খাটে পড়ে ৷ নয়াদিল্লির বুরারিতে এমনই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, পরিবারের কোনও এক বা একাধিকজন বাকিদের খুন করে আত্মঘাতী হয়েছেন ৷ কারন প্রাথমিকভাবে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি মৃত ভাটিয়াদের পরিবারে ৷ তাঁদের ঘর থেকে কোনও জিনিসও খোয়া যায়নি ৷ তদন্তে নেমে ওই বাড়ি থেকে বেশকিছু হাতে লেখা নোট পেয়েছে পুলিশ ৷ উদ্ধার হয়েছে বেশকিছু ডায়রিও ৷ পুলিশ সূত্রে খবর, সেই নোটগুলিতে অদ্ভূত কিছু আধ্যাত্মিক কর্মকাণ্ডের কথা বলা রয়েছে ৷ দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার অলোক কুমার জানিয়েছেন, ঠিক যেরকম ভাবে ১১টি দেহ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছিল, এই নোটগুলিতে একইরকম ভাবে হাত-পা বাঁধার পদ্ধতির বিবরণ পাওয়া গিয়েছে । নোটে লিখে হাত-পা-মুখ বাঁধার পরামর্শ কে দিয়েছিল ? ওই হাতের লেখাটিই বা কার ? খতিয়ে দেখছে দিল্লি পুলিশ ৷
ওই পরিবারের প্রত্যেকের ফোনের কললিস্টও খতিয়ে দেখা হচ্ছে ৷ নিহতদের মোবাইলের সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃত কয়েকজন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ৷ ইন্টারনেটে তাঁরা কী দেখতেন সে ব্যাপারেও খোঁজ শুরু হয়েছে ৷ ভাটিয়াদের প্রতিবেশীরা সকলেই জানিয়েছেন ওই পরিবার ধার্মিক ছিল ৷ তবে কোনওরকম অস্বাভাবিকতা তাঁরা লক্ষ্য করেননি ৷ কিন্তু হাতের লেখা নোটগুলি থেকে ভাটিয়ারা আকাল্ট অভ্যাস করতেন বলে মনে করছে পুলিশ ৷ ভাটিয়া পরিবারের ঘনিষ্ঠ তান্ত্রিকের খোঁজও শুরু হয়েছে ৷ উদ্ধার হওয়া নোটগুলিতে একজন চোখ-মুখ আচ্ছাদনের সাহায্যে কীভাবে ভয় অতিক্রম করতে পারেন এই কথা লেখা আছে । এছাড়াও কীভাবে একজন মোক্ষলাভ করতে পারেন, সে কথাও রয়েছে ৷ মানুষের শরীর ক্ষণস্থায়ী হলেও, আত্মা অবিনশ্বর এই ধরনের কথা বিস্তারিত ভাবে লেখা আছে ওই নোটগুলিতে । কীভাবে মানুষ এইসব আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাহায্যে সকলপ্রকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, তার কথাও লেখা আছে নোটগুলিতে ।
আরও পড়ুন: নীরব মোদিকে ফেরত আনতে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burari, Dealhi, Death, Handwritten Note, Notes, Occult, Suicide