Bee Sting Death: প্রাণঘাতী মৌমাছির হানা, বিষাক্ত কামড়ে এই গ্রামে মৃত ৩! চূড়ান্ত আতঙ্ক

Last Updated:

মৌমাছির কামড়ে মারাত্মক ঘটনা। শনিবার ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে (Bee Sting Death) ঝাড়খণ্ডের গিড়িডির তিসরি ব্লকে।

প্রাণঘাতী মৌমাছির হানা, বিষাক্ত কামড়ে এই গ্রামে মৃত ৩! চূড়ান্ত আতঙ্ক
প্রাণঘাতী মৌমাছির হানা, বিষাক্ত কামড়ে এই গ্রামে মৃত ৩! চূড়ান্ত আতঙ্ক
#গিড়িডি: মৌমাছির কামড়ে মারাত্মক ঘটনা। শনিবার ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে (Bee Sting Death) ঝাড়খণ্ডের গিড়িডির তিসরি ব্লকে। হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি (Bee Sting Death)। তার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা (Bee Sting Death)। গত মাসে এই গ্রামেই আরও দুই ব্যক্তি মারা যান মৌমাছির কামড়ে। একজন ২৭ বছরের যুবক এবং অপর ব্যক্তি ৬৬ বছরের বৃদ্ধ। এই নিয়ে গত দু'মাসে গ্রামে তিন জনের মৃত্যু হল মৌমাছির কামড়ে।
পরিবার সূত্রে খবর, শনিবার বাড়িতেই খেলার সময় মৌমাছির ঝাঁকের কবলে পড়েছিল শিশুকন্যাটি। কামড়ের পরই জ্ঞান হারায় মেয়েটি। কয়েকজন প্রত্যক্ষদর্শী মেয়েটিকে বাড়ির বাইরে পরে থাকতে দেখেন। তথনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
মেয়ের অকালমৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া। গ্রামে কোথা থেকে এমন বিষাক্ত মৌমাছি আসছে, এবং একের পর এক মৃত্যু ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
এর আগেও অনেক সময় বিষাক্ত মৌমাছির কামড়ে পশু-পাখির মৃত্যুর খবর শোনা গিয়েছে। মানুষেরও মৃত্যু হয়েছে বাংলাদেশে। গত এপ্রিলে বাংলাদেশের গাজীপুরের কালিয়াকরের সিনাবহ খন্দকার পাড়া এলাকায় মৌমাছির কামড়ে খন্দকার বিপ্লব নামের এক যুবকের মৃত্যু হয়। দুপুরে বাড়ির পাশে বেল গাছে উঠে বেল পাড়ার সময় মৌমাছির কামড়ে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত খন্দকার বিপ্লব হোসেন (৪০) কালিয়াকৈরে সিনাবহ খন্দার পাড়া এলাকার মৃত খন্দকার মোশারফের ছেলে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bee Sting Death: প্রাণঘাতী মৌমাছির হানা, বিষাক্ত কামড়ে এই গ্রামে মৃত ৩! চূড়ান্ত আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement