• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হামলা, নিহত ১৫ জওয়ান সহ ড্রাইভার

মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হামলা, নিহত ১৫ জওয়ান সহ ড্রাইভার

 • Share this:

  #গড়চিরৌলি: ফের মাওবাদী হামলা ৷ মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হামলায় শহিদ ১৫ জওয়ান ৷ জানা গিয়েছে, পুলিশের দুটি পেট্রোলিং গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ বিস্ফোরণে আহত হয়েছেন আরও কয়েকজন জওয়ান ৷ নিহত গাড়ির ড্রাইভারও ৷

  বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ৷ ওই গাড়িতে মোট ২৫ জন সুরক্ষাকর্মী ছিলেন ৷ প্রায় ২০০ জন মাওবাদী হামলা চালায় বলে খবর ৷ লোকসভা নির্বাচনের মাঝেই এমন ঘটনায় সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন ৷

  আইইডি হামলার পরই পুলিশকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ বিস্ফোরণস্থলে মাওবাদীদের সঙ্গে কম্য়ান্ডোদের গুলির লড়াই চলে ৷

  বুধবার সকাল থেকেই গড়চিরৌলিতে চলছে মাওবাদী কার্যকলাপ ৷ এদিন সকালে গড়চিরৌলিতেই পরপর ৩০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২৭ নম্বর জাতীয় সড়কে মেরামতির কাজ চলছিল। সেখানেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরানো হয় মেরামতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতেও। সড়ক নির্মাণে বাধা দিতেই মাওবাদীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে খবর ৷ ঘটনার নিন্দা করে শহিদদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস নরেন্দ্র মোদির।

  First published: