২০১৯ সালের লোকসভা নির্বাচনে পেট্রোলের আকাশছোঁয়া দামেই কি বিপাকে পড়বে মোদি সরকার ?

Last Updated:

২০১৯ এর লোকসভায় জয়ের রাস্তায় বড় বাধা পেট্রোল পাম্প । নরেন্দ্র মোদি তা পেরোতে পারলে হয় । সোশ্যাল মিডিয়ায় দিনভর পেট্রোল-ডিজেল নিয়ে ভেসে বেড়াল এমনই সব বাঁকা মন্তব্য ।

#নয়াদিল্লি:  ২০১৯ এর লোকসভায় জয়ের রাস্তায় বড় বাধা পেট্রোল পাম্প । নরেন্দ্র মোদি তা পেরোতে পারলে হয় । সোশ্যাল মিডিয়ায় দিনভর পেট্রোল-ডিজেল নিয়ে ভেসে বেড়াল এমনই সব বাঁকা মন্তব্য । আর নর্থ ব্লকে ঘনঘন বৈঠক করেও দিশা দেখাতে পারল না কেন্দ্র । কর্নাটকের পর জ্বালানির দাম নিয়ে আমজনতার ক্ষোভে রক্তচাপ বাড়ছে মোদি সরকারের।
পেট্রোল-ডিজেলের দাম আগুন। প্রতিদিন দাম বাড়ায় চরমে দেশবাসীর ক্ষোভ। কর্ণাটকের পর এবছরই একাধিক রাজ্যে ভোট । সমস্যার সমাধানে বিকল্প নিয়ে তাই ভাবতেই হচ্ছে কেন্দ্রকে। ভাবতে হচ্ছে, তার প্রমাণ এনিয়ে মুখ খুলছেন বিজেপি সভাপতিও।
দলীয় সভাপতি সরকারী সিদ্ধান্তের কথা বলে দিলেন কীভাবে ? যদিও বা বললেন, কীভাবে দাম কমবে, তা এড়িয়ে গেলেন কেন? অর্থনীতির নিয়মেই স্পষ্ট, জ্বালানি নিয়ে এই মুহূর্তে বিকল্প পথ নেই কেন্দ্রের।
advertisement
advertisement
মোদি সরকারের আমলেই পেট্রোল ও ডিজেলের দামে সম্পুর্ণ সরকারি নিয়ন্ত্রণ তোলা হয় ৷ তেলের দাম তলানিতে থাকার সময় বাজেটে অয়েল রিজার্ভ ফান্ড তৈরি হয় ৷ গত ৩ বছরে তা কাজে লাগানো হয়নি ৷ করের হার বেড়েছে ডিজেলে তিনগুণ ও পেট্রোলে দ্বিগুণ ৷ জিএসটির আওতায় আনা হলেও দ্রুত দাম কমার সম্ভাবনা নেই ৷ অর্থাৎ দাম কমানো নিয়ে সব বিকল্প বন্ধ করে দিয়েছে মোদি সরকারই। এমনকী রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সামনেও পথ বন্ধ। অবস্থা এমনই যে সরকারি কোনও সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছে না পেট্রোলিয়াম মন্ত্রকও।
advertisement
অর্থমন্ত্রী অরুন জেটলি বিশ্রামে । সিদ্ধান্ত নেওয়ার ভার তাই পীযূষ গোয়েলের হাতে । দামে রেহাই দিতে গেলে বিপুল টাকার রাজস্ব ক্ষতি স্বীকার করতে হবে তাঁকে। তা হলেই একমাত্র সাময়িক সমস্যা মেটার আশা ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পেট্রোলের আকাশছোঁয়া দামেই কি বিপাকে পড়বে মোদি সরকার ?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement