Nadia News: মায়াপুর ইসকন মন্দিরের পাশেই রয়েছে বল্লাল সেনের ঢিপি, ইতিহাস জানলে অবাক হবেন
- Published by:Rachana Majumder
Last Updated:
নদিয়া জেলার মায়াপুর বামনপুকুর এলাকায় রয়েছে ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিপি
নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপকে বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলার অক্সফোর্ড উপাধি দেওয়া হয়েছে নবদ্বীপকে। নবদ্বীপে রয়েছে বিশ্ব বিখ্যাত মায়াপুরের ইসকন মন্দির। বহুদূরান্ত থেকে মানুষ ইসকন মন্দিরে আসে প্রতিবছর। তবে নদিয়া জেলার মায়াপুরে ইসকন মন্দির ছাড়াও রয়েছে আরেকটি দর্শনীয় স্থান যার সম্বন্ধে বর্তমান তরুণ প্রজন্ম হয়তো অবগত নয়, তা হল প্রায় ৮০০ বছরের পুরনো বল্লাল সেনের ঢিপি।
নদিয়া জেলার মায়াপুরের বামুনপুকুর বাজার সংলগ্ন এলাকায় রয়েছে বিখ্যাত চাঁদকাজীর সমাধিস্থল। সেই সমাধিস্থলের পাশ থেকে মিনিট পাঁচেকের রাস্তা। স্থানীয় লোকের মুখে কিংবা গুগল ম্যাপে খুঁজে পাওয়া যাবে বহু প্রাচীন এবং বিখ্যাত বল্লাল সেনের ঢিপি।
advertisement
নিচে বল্লাল সেনের ঢিপির গুগল ম্যাপের লোকেশন এর লিংক দেওয়া হল:
https://maps.app.goo.gl/Bg2WbpvmgDE4SjiNA
অনেকটা বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের মতো দেখতে বল্লাল সেনের রাজত্বের ধ্বংসাবশেষ মাটি খুঁড়ে পাওয়া গেছে এই স্থানে। অনুমান করা হয় এই ঢিপির নিচেই প্রাচীন আমলে ছিল বল্লাল সেনের নির্মিত রাজপ্রাসাদ। তবে বর্তমানে এটি সংরক্ষণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা যায়, বল্লাল ঢিপি প্রায় ৪০০ ফুট লম্বা এবং ২৫ থেকে ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট। দূর থেকে দেখলে এটি সবুজ চাদরে আবৃত পাহাড়ের মতো দেখায়।
advertisement
ইতিহাসের পাতা থেকে জানা যায়, বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় নৃপতি। ১১৬০ থেকে ১১৭৯ সাল পর্যন্ত সেন বংশে রাজত্ব করেছিলেন তিনি। তিনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরী। তিনি তার রাজত্বকালে তার সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন বলে শোনা যায়। বরেন্দ্রভূমি, রাঢ় , বঙ্গ, মিথিলা ইত্যাদি আরও অনেক অঞ্চল ছিল তার অধীনস্থ। সেসব ইতিহাস আজও কিছুটা মনে করিয়ে দেয় বল্লাল সেনের ঢিপি তে গেলে।
advertisement
কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে প্রাইভেট গাড়িতে করে আসতে হবে ধুবুলিয়া। ধুবুলিয়া থেকে বাঁদিকে মায়াপুরের রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়েই স্থানীয় মানুষদের সহযোগিতায় কিংবা গুগল ম্যাপের সাহায্য নিয়ে সোজা চলে আসা যাবে বল্লাল সেনের ঢিপিতে। এছাড়াও ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলাগামী ট্রেনে উঠে নেমে পড়তে হবে ধুবুলিয়া স্টেশনে। এরপর সেখান থেকে বাসে করে যেতে হবে বামন পুকুর বাজার সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন বল্লাল সেনের ঢিপিতে।
advertisement
বামনপুকুর গ্রামের এক প্রান্তে অবস্থিত বল্লাল সেনের ঢিপির আশেপাশে সেই অর্থে কোনও হোটেল বা লজ না পাওয়া গেলেও টোটো কিংবা বাসে করে মন্দির নগরী মায়াপুরে চলে এলেই পেয়ে যাবেন থাকা খাওয়ার সুব্যবস্থা।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
August 22, 2022 7:44 PM IST