Nadia News: কল আছে তবে জল নেই, চাপড়ার এই গ্রামে বাড়ি বাড়ি কল বসলেও জল পড়ে না কেন!

Last Updated:

যদিও যাঁরা এই ট্যাপকলের রক্ষণাবেক্ষণ এবং ইনকোয়ারি করতে আসেন, তাঁরা জল পাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন সাতঘাটা এলাকার স্থানীয় বাসিন্দারা।

+
বাড়িতে

বাড়িতে রয়েছে ট্যাপ কল, কিন্তু তা থেকে বেরোয় না জল

#চাপড়া: কল আছে, তবে জল নেই। নদিয়া জেলার চাপড়া ব্লকের অন্তর্গত সাতঘাটা গ্রামে বাড়ি বাড়ি কল আছে। তবে সেই কল দিয়ে পড়ে না জল। এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায়। এই গ্রামে প্রায় এক থেকে দেড় হাজার পরিবার বসবাস করে। প্রত্যেক বাড়িতেই ট্যাপ কল বসানো হয়েছে, তবে তাঁদের অভিযোগ, এক বছর হয়েছে এই ট্যাপ কল বসানো হয়েছে, কিন্তু সেই ভাবে জল বার হয় না এই ট্যাপ কল দিয়ে।
যদিও যাঁরা এই ট্যাপকলের রক্ষণাবেক্ষণ এবং ইনকোয়ারি করতে আসেন, তাঁরা জল পাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন সাতঘাটা এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে তাঁদের কোনও কথাই কার্যকার হযবে না বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। এই ট্যাপ কল দিয়ে যাতে জল বার হয় তার দ্রুত ব্যবস্থা করবার জন্য আবেদন করছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
এ বিষয়ে কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি জানান, "পাইপ লাইনের সমস্যার জন্য জল অল্প বার হচ্ছে, এর জন্য আমরা দু'টো প্রকল্প করে দিয়েছি সাতঘাটা এলাকাতে।"
advertisement
তিনি আরও জানান, বিষয়টি ওপরমহলে জানানো হয়েছে। এলাকাবাসীদের দ্রুত এই সমস্যার সমাধান করবার জন্য আবেদন করেছেন। এই সমস্যা সমাধান হলে খুশি হবে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর নাগরিক।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কল আছে তবে জল নেই, চাপড়ার এই গ্রামে বাড়ি বাড়ি কল বসলেও জল পড়ে না কেন!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement