Nadia News: জামাইষষ্ঠীর পর থেকেই বাজারের হাল বেহাল

Last Updated:

এদিন সবজি বিক্রেতারা জানান জামাই ষষ্ঠীর পর থেকেই সমস্ত সবজির দাম প্রায় অর্ধেক হয়ে গিয়েছে

+
মাজদিয়ার

মাজদিয়ার কিছু সবজি বিক্রেতারা

#নদিয়া: রবিবার ছিল জামাইষষ্ঠী। বাঙালির এই উৎসবে চিরকালই বাজার থাকে গমগম। জামাই আদর করে খাওয়ানোর জন্য শ্বশুররা সাধারণত নিমন্ত্রণ করে জামাইকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এনে মন ভরে রকমারি খাবার খাওয়ান জামাইকে। তার মধ্যে থাকে বিভিন্ন প্রকারের মাছ, মাংস, শাক সবজি, দই মিষ্টি, ফল। সেই কারণে স্বাভাবিকভাবেই এই সময়ে জিনিসপত্রের দাম বাজারে থাকে অগ্নিমূল্য।
তবে এবারে জামাইষষ্ঠীর পরে বাজারের রূপটা ধরা পড়লে আমাদের ক্যামেরায়। জামাইষষ্ঠী চলে যেতেই ভিড় কমে গিয়েছে বাজারে। ক্রেতাদের সেই অর্থে দেখা মিলছে না। ভিড় নেই খাসির মাংস অথবা ইলিশ মাছের দোকানে। তাই বলা যেতে পারে রবিবার জামাই ষষ্ঠীর দিনে বাজারে জিনিসপত্রের দাম চড়া থাকলেও, পরের দিন থেকে ক্রেতার অভাবে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে বাজারে জিনিসপত্রের দাম, এমনটাই বলছেন বিক্রেতারা।
advertisement
advertisement
এদিন সবজি বিক্রেতারা জানান জামাই ষষ্ঠীর পর থেকেই সমস্ত সবজির দাম প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ৪ টাকা কেজি ঝিঙে, ৭ টাকা কেজি পটল, এছাড়াও আলু টমেটো পেঁয়াজ সমস্ত সবজির দাম অনেকটাই কমে গিয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে জামাইষষ্ঠীর পর থেকেই কোন সবজি কলকাতা বা বাইরে রপ্তানি করা হচ্ছে না।সেই কারণে প্রায় বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় সবজির কেজি প্রতি মূল্য ১০ টাকারও কম। যার ফলে কার্যত নুন আনতে পান্তা ফুরোচ্ছে চাষীর।
advertisement
নদিয়ার বিভিন্ন বাজারের মত মাজদিয়ার সবজি আড়তের চিত্রটাও একই রকম। বিক্রেতারা জানান ক্রেতার অভাবে জিনিসপত্রের দাম অনেকটাই কমে গিয়েছে যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জামাইষষ্ঠীর পর থেকেই বাজারের হাল বেহাল
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement