Nadia: উচ্চমাধ্যমিকে ফেল করায় ছাত্রীদের বিক্ষোভ নদিয়ায়

Last Updated:

গত ১০ ই জুন প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সামগ্রিকভাবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ।

+
title=

নদিয়া: গত ১০ ই জুন প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সামগ্রিকভাবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ। প্রায় অনেকেই প্রথম বিভাগে পাশ করায় একদিকে যেমন খুশি একাধিক পড়ুয়ারা অন্যদিকে কিছু সংখ্যক পরীক্ষার্থীরা ঈর্ষান্বিত । এর কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় বেশ কিছু পড়ুয়া অকৃতকার্য হয়েছে। অকৃতকার্য হওয়া পড়ুয়াদের দাবি, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের পঠন পাঠন চালু না হওয়ার কারণে সারা বছর ধরে বলে আসা হয়েছিল অনলাইনে পরীক্ষা হবে। কিন্তু হঠাৎই পরীক্ষার আগে অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।এর ফলে তারা পড়ে সমস্যায়।
অভিভাবকরা বলেন, লকডাউনে পরিবার প্রধানের উপার্জন তলানীতে ফলে তাদের গৃহশিক্ষক রাখা সম্ভব হয়নি । তাই খুব বেশি ভালো ফলাফল এবার করতে পারেনি তাদের সন্তানেরা। বেশ কিছু ছাত্র ছাত্রী অন্যান্য বিষয়ে লেটার মার্কস এর সমতুল্য পেলেও ফেল করেছে ইংরেজিতে। বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের সামনে পুনরায় খাতা দেখানোর দাবিতে, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ সময়, বীননগর থানার পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্রীদের নিয়ে শিক্ষকদের সাথে কথা বলান। এ প্রসঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন তাদের হাতে শুধুমাত্র কুড়ি নম্বর ছাড়া, বাকি সবই বোর্ডের এক্তিয়ার ভুক্ত।
advertisement
আরও পড়ুনঃ ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পাঠানো যাচ্ছে না শাকসব্জি, বাড়তে পারে দাম?
আগামী ২০ তারিখে মার্কশিট হাতে পাওয়ার পর শিক্ষা দফতরে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় খাতা দেখার আবেদন জানানো হবে। উল্লেখ্য জেলার, ধানতলা থানার অন্তর্গত ধর্মচন্দ্র হাই স্কুল এবং ফুলিয়ার একটি বিদ্যালযতেও এ ধরনের একটি বিক্ষোভের কথা জানা যায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: উচ্চমাধ্যমিকে ফেল করায় ছাত্রীদের বিক্ষোভ নদিয়ায়
Next Article
advertisement
African Elephant death at Delhi Zoo: ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণে মৃত্যু দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতির, নিশ্চিত ময়নাতদন্তে
ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণে মৃত্যু দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতির, নিশ্চিত ময়নাতদন্তে
  • শঙ্করকে তার এনক্লোজারে মৃত অবস্থায় পাওয়া যায়

  • ২০১২ সালে শঙ্করকে একটি নতুন এনক্লোজারে স্থানান্তরিত করা হয়েছিল

  • শঙ্করের মৃত্যুর পর ভারতে কেবল একটি আফ্রিকান হাতি অবশিষ্ট রইল

VIEW MORE
advertisement
advertisement