#নবদ্বীপ: আর দিন দুয়েক পরেই নদিয়া জেলায় পুরভোট। সমস্ত দলের নির্বাচনী প্রচার চলছে জোড় কদমে। জেলার একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে পুলিশের রুটমার্চ। প্রশাসন থেকে প্রচার অভিযান চালিয়ে, ভোটারদের নির্ভয়ে ভোট দান করতে আশ্বস্ত করছে। কিন্তু নির্বাচনের আগেই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার নবদ্বীপে।
পৌর ভোটের প্রাক্কালে রেল লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়র এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার নবদ্বীপে। বৃহস্পতিবার নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া সংলগ্ন ব্যাদরাপাড়া ঘুমটি এলাকায় অজ্ঞাত পরিচয় বছর তিরিশের এক যুবককে রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপের জিআরপি ও আরপিএফ কর্মীরা। অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের বলে তদন্তে প্রাথমিক ধারণা জি আর পি ও আর পি এফ এর। মৃত যুবকের দেহটি উদ্ধার করে তাঁর নাম, পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও জিআরপি। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিমত অসাবধানতার জেরেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। মৃত ওই যুবককে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি নদিয়া জেলার সমস্ত পৌরসভা এলাকায় পুরসভার ভোট। ইতিমধ্যেই জেলার প্রধান জায়গাগুলি মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়ে। তার মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। ঘটনাস্থলে রেলের পুলিশ আধিকারিকরা এসে মৃতদেহ স্থানান্তরিত করে। এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেন তারা।