Nadia News: স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার, যুবকের ঠাঁই হল শ্রীঘরে! পাসপোর্ট ভেরিফিকেশনেই কাল হল তাঁর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পাসপোর্ট ভেরিফিকেশনের কর্তব্যরত পুলিশ অফিসার যখন তাঁর কাছ থেকে সমস্ত অরিজিনাল নথিপত্র দেখার জন্য দিতে বলেন, ঠিক তখনই বেরিয়ে আসে আসল সত্য।
#গাংনাপুর: পাসপোর্ট বানাতে এসে পুলিশের হাতে গ্রেফতার গাংনাপুরের এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানায় এলাকায়। সূত্রের খবর, পুলিশ স্টেশনে পাসপোর্ট ভেরিফিকেশনে আসেন এক যুবক।
পাসপোর্ট ভেরিফিকেশনের কর্তব্যরত পুলিশ অফিসার যখন তাঁর কাছ থেকে সমস্ত অরিজিনাল নথিপত্র দেখার জন্য দিতে বলেন, ঠিক তখনই বেরিয়ে আসে আসল সত্য। পুলিশ জানতে পারে, ওই যুবকের কাছে থাকা সমস্ত রকম নথিপত্র সবটাই ভুয়ো। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে আটক করে গাংনাপুর থানার পুলিশ। এরপরই তাকে আদালতে পাঠানো হয় পুলিশ হেফাজতের জন্য। আদালত থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।
advertisement
advertisement
পুলিশ তদন্ত করে ওই যুবকের থেকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা আরও এক ব্যক্তির নাম জানতে পারে। প্রশাসনের সূত্রে খবর, ব্যক্তিকে নকল নথিপত্র বানাতে সাহায্য করেছিল গাংনাপুর থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা এলাকার এক ব্যক্তি নজরুল ইসলাম মন্ডল। অভিযুক্ত ওই ব্যক্তির একটি কম্পিউটারের ক্যাফে রয়েছে। এবং ওই ক্যাফেতেই ভুয়ো নথিপত্রের কারবারি চলে বলে পুলিশ সূত্রে খবর। এরপরেই পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার করা হয়।
advertisement
এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সেটি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
advertisement
প্রসঙ্গত বিদেশে পড়াশোনা, চিকিৎসা অথবা কর্মসূত্রে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে পাসপোর্টের। পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যে কোনও নাগরিকের কাছেই। এই পাসপোর্ট বানাতে গেলে একাধিক নথিপত্র ও প্রশাসনিক ভবনেও যেতে হতে পারে। এই সমস্ত নিয়মের ফাঁকেই অনেক সময় পাসপোর্ট বানাতে গিয়ে বেশ কিছু অসাধু চক্রের হাতে পড়ে সাধারণ মানুষেরা। তেমনই এক নিদর্শন দেখা গেল নদিয়ার গাংনাপুরে।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
December 15, 2022 12:48 PM IST