Nadia News: জনপ্রিয় টিভি শো-তে ডাক পেল আদিবাসী নৃত্য গ্রুপ, নাচ দেখে অভিভূত মৌনী রায়

Last Updated:

ঝুমুরিয়ার এক সদস্য উৎপল মাহাতো জানান, "আগে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম, ২০০৫ সাল থেকে এই সংগঠনে আমি আসি। মোট ৫০ জন সদস্য রয়েছেন আমাদের ঝুমুরিয়ার নৃত্য সংগঠনে।''

ঝুমুর দেখে মুগ্ধ মৌনী
ঝুমুর দেখে মুগ্ধ মৌনী
শান্তিপুর: জনপ্রিয় একটি টিভি শো-এর নৃত্য অনুষ্ঠানের গ্রান্ড ওপেনিং-এ অংশগ্রহণ করলেন নদিয়ার শান্তিপুরের আদিবাসী সম্প্রদায়ের ঝুমুরিয়া নৃত্য গ্রুপ। আদিবাসীদের ঢোল ও মাদলের তালে নাচ দেখতে কার না ভাল লাগে! নদিয়ার শান্তিপুরে তেমনই এক নৃত্যকলা কেন্দ্রের গ্রুপ রয়েছে, যার নাম দিশারী ঝুমুরিয়া। তারাই এবার অংশগ্রহণ করল জনপ্রিয় টিভির নৃত্য অনুষ্ঠানে। আর কয়েক দিন পরেই সম্প্রচার করা হবে টিভি চ্যানেলে, জানালেন ঝুমুরিয়া নৃত্য গ্রুপের এক সদস্য।
নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত রামনগর চর পুরাতন পাড়া, অনেকেই এখন ঝুমুরিয়া পাড়া বলে চেনে। এখানেই ছোট বড় মিলে মোট ৫০ জন সদস্যের একটি নৃত্য গ্রুপ বর্তমানে অতি পরিচিত, দিশারী ঝুমুরিয়া। আদিবাসী সম্প্রদায় ছোট-বড় বিভিন্ন বয়সি ছেলেমেয়েদের নিয়ে তারা বাংলার বিভিন্ন প্রান্তে আদিবাসী নৃত্যানুষ্ঠানে যোগ দেন। বর্তমানে তাদের জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার ফলেই জনপ্রিয় একটি টিভি শো-তে ডাক পান তাঁরা। ওখানেই নিজেদের নাচ ও গানে মঞ্চ মাতিয়ে তোলেন শান্তিপুরের ঝুমুরিয়ার দল।
advertisement
advertisement
ঝুমুরিয়ার এক সদস্য উৎপল মাহাতো জানান, "আগে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম, ২০০৫ সাল থেকে এই সংগঠনে আমি আসি। মোট ৫০ জন সদস্য রয়েছেন আমাদের ঝুমুরিয়ার নৃত্য সংগঠনে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আমরা শো করেছি। এরপর হঠাৎই টিভি চ্যানেলে একটি ঝুমুরিয়া নাচের শো করার জন্য আমার কাছে ফোন আসে। শ্যুটিং শুরু হতে একটু বিলম্ব হয়েছে। কিন্তু সুষ্ঠ ভাবেই সম্পন্ন করা হয় শো-টি। শোয়ে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী মৌনী রায়। তিনি আমাদের নাচ দেখে খুবই খুশি হয়েছেন। আমাদের ওই শো-তে নৃত্য পরিবেশন করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য খুবই কৃতজ্ঞ। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সঠিক সম্প্রচার করা হবে।"
advertisement
উল্লেখ্য, ঝুমুরিয়া হল আদিবাসীদের বহু প্রাচীন একটি সংস্কৃতি। পুরুলিয়ার ছৌ নাচ, মুর্শিদাবাদের রাইবেশ যেমন বহুল প্রচলিত, ঠিক তেমনই নদিয়ার শান্তিপুরে ঝুমুর নৃত্য এখন খুবই জনপ্রিয়। এই গান তারা নিজেরাই লেখেন এবং নিজেদের ঢোল ও মাদলের তালে নৃত্য পরিবেশন করেন তাঁরা।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জনপ্রিয় টিভি শো-তে ডাক পেল আদিবাসী নৃত্য গ্রুপ, নাচ দেখে অভিভূত মৌনী রায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement