হোম /খবর /বিনোদন /
আন্তর্জাতিক রবীন্দ্রনাথ সমারোহে হাজির লন্ডন, বাংলাদেশ, কলকাতার শিল্পীরা

Rabindra Sangeet: আন্তর্জাতিক রবীন্দ্রনাথ সমারোহে হাজির লন্ডন, বাংলাদেশ, কলকাতার শিল্পীরা

রবীন্দ্রসঙ্গীত শিল্পী

রবীন্দ্রসঙ্গীত শিল্পী

Rabindra Sangeet: এই চারদিনের অনুষ্ঠানে অংশ নিতে যেমন লন্ডনের শিল্পীরা আসবেন, তেমনিই থাকবেন কলকাতা, বাংলাদেশের শিল্পীরা। এক একদিন ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে উদযাপন করা হবে।

  • Share this:

কলকাতা: আন্তর্জাতিক রবীন্দ্রনাথ সমারোহ নিয়ে হাজির হচ্ছেন লন্ডন, বাংলাদেশ, কলকাতার রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। এক সম্পূর্ণ ভিন্ন ধারার আয়োজন আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ। উদ্যোগে ড. আনন্দ গুপ্ত। আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে বিকেল ৫টা নাগাদ, সমাপ্তি অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি, রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে।

এই চারদিনের অনুষ্ঠানে অংশ নিতে যেমন লন্ডনের শিল্পীরা আসবেন, তেমনিই থাকবেন কলকাতা, বাংলাদেশের শিল্পীরা। এক একদিন ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে উদযাপন করা হবে। ৩ ফেব্রুয়ারি, গুরুদেব ও স্বদেশ ভাবনা। গানে প্রমিতা মল্লিক, ড. আনন্দ গুপ্ত, দক্ষিণায়নের ছাত্রছাত্রীরা, নৃত্যে শুভাশিস ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, দীপ্তাংশু পাল, গার্গী নিয়োগী।

আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

আরও পড়ুন: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব

৪ ফেব্রুয়ারি, প্রেমের আড়ালে রবি। গানে শ্রাবণী সেন, ড: আনন্দ গুপ্ত, দক্ষিণায়নের ছাত্রছাত্রীবৃন্দ। পাঠে দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার, শুভদীপ চক্রবর্তী। শেষে সঞ্চিতা ভট্টাচার্যের পরিচালনায় অধরা মাধুরী।

৫ ফেব্রুয়ারি, হে অনন্তপুণ্য নিবেদনে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অদিতি মহসিন, ড. আনন্দ গুপ্ত, শুভদীপ চক্রবর্তী।

ড. আনন্দ গুপ্ত বললেন, "রবীন্দ্রসঙ্গীতের এমন উৎসব যে বেশ অন্যরকম তা বলাই বাহুল্য। আমরা লন্ডন থেকে যেমন আসছি, থাকছেন কলকাতা, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। রবীন্দ্রনাথ আন্তর্জাতিক একজন শিল্পী, দার্শনিক তাঁর কাজ দেশ-কাল সীমানা ছাড়িয়ে সুদূর বিস্তৃত। সেই শিল্পীকে এই আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাব।"

Published by:Teesta Barman
First published:

Tags: Rabindrasangeet