Nadia: পড়ুয়া নেই, অভ্যাস বজায় রাখতে শিক্ষকেরাই অঙ্ক কষছেন অফিস ঘরে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শিক্ষক হল সমাজ গড়ার কারিগর। শিক্ষকরা আছে বলেই তরুণ প্রজন্ম ভবিষ্যতের সঠিক পথ দেখতে পায়। গতকালের শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষকদের ছাত্রছাত্রীরা জানিয়েছে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন।
#নবদ্বীপ : শিক্ষক হল সমাজ গড়ার কারিগর। শিক্ষকরা আছে বলেই তরুণ প্রজন্ম ভবিষ্যতের সঠিক পথ দেখতে পায়। গতকালের শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষকদের ছাত্রছাত্রীরা জানিয়েছে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন। তবে শিক্ষক ছাড়া ছাত্রের যেমন পরিপূর্ণতা পাওয়া যায় না ঠিক তেমনই ছাত্রহীন শিক্ষকও তেমন কদর পায় না। ঠিক তেমনই এক নিদর্শন দেখা গেল নদিয়ার নবদ্বীপে, আছে শিক্ষক শিক্ষিকা, নেই ছাত্র ছাত্রী এমনকি খাতায় কলমে নেই মিড ডে মিলেরও ব্যবস্থা। বারবার ছাত্র ছাত্রী থেকে অভিভাবক তাদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানাচ্ছেন স্কুলের শিক্ষকেরা।
স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের বসে থাকতে হয়, ফলে তাদের মস্তিষ্কে শান দিতে অফিস ঘরে বসে অঙ্ক কষতে হচ্ছে । স্কুল শিক্ষিকারা জানাচ্ছেন তারা বার বার করে উচ্চ আধিকারিকদের জানিয়েছেন যেখানে ছাত্র আছে সেই স্কুলে তাদের স্থানান্তরিত করার জন্য কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি এখনও। প্রায় দুই বছর এই পরিস্থিতি জন্যে মানসিক ভাবে ভেঙে পড়ছে শিক্ষক শিক্ষিকারা। ২০০৯ সালে এই চর মাজদিয়া গভারমেন্ট কলোনি স্কুলটিকে জুনিয়ার হাইস্কুল করা হয়।
advertisement
আরও পড়ুনঃ সঙ্কটে সাহায্য! নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক থেকে ৩০৪ ইউনিট রক্ত গেল রামপুরহাটে
তখন থেকেই প্রায় ২৫ টি ছাত্র নিয়ে স্কুল শুরু হয়েছিল বর্তমানে করোনা পরিস্থিতির পর থেকে এই স্কুলের ছাত্র সংখ্যা শুন্য হয়ে গেছে। যদিও স্কুলের এস আই সৌরভ রায়কে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান সমস্ত কিছু তিনি উপরতলায় জানিয়েছেন, ঐ স্কুলের শিক্ষকদের অন্যত্র পাঠানোর জন্য। কেন ছাত্র নেই সেই ব্যাপারে জানান, আশেপাশে একাধিক হাই স্কুল থাকার কারণে এই স্কুলটিতে ছাত্র-ছাত্রী নেই বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
September 06, 2022 4:01 PM IST