Nadia: সঙ্কটে সাহায্য! নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক থেকে ৩০৪ ইউনিট রক্ত গেল রামপুরহাটে

Last Updated:

রক্তের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে কিংবা অপারেশনের সময় সমস্ত হাসপাতালেই রক্তের প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনমতো রক্তের চাহিদা বেশিরভাগ সময়ই মেটে না।

+
title=

#নদিয়া : রক্তের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে কিংবা অপারেশনের সময় সমস্ত হাসপাতালেই রক্তের প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনমতো রক্তের চাহিদা বেশিরভাগ সময়ই মেটে না। সেই কারণে একাধিক জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে তারপরেও বেশ কিছু এলাকার হাসপাতালে রক্ত সঙ্কট লেগেই থাকে। নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক থেকে এবার উদ্বৃত্ত রক্ত পাঠানো হল রামপুরহাটে। শনিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৩০৪ চার ইউনিট উদ্বৃত্ত রক্ত তুলে দিলেন রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে।
এর আগেও নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক থেকে উদ্বৃত্ত রক্ত পাঠানো হয়েছিল বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে।  সম্প্রতি রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক প্রয়োজনীয় রক্তের জন্য যোগাযোগ করে নবদ্বীপ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে। তারই পরিপ্রেক্ষিতে এই দিন রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে উদ্বৃত্ত ৩০৪ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় তাদের হাতে।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়া নেই, অভ্যাস বজায় রাখতে শিক্ষকেরাই অঙ্ক কষছেন অফিস ঘরে!
নবদ্বীপের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে একাধিক ক্লাব সংগঠনগুলি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নিয়ে থাকেন, শুধুমাত্র সেই কারণেই নিজেদের এলাকায় রক্তের চাহিদা মিটিয়ে দূরবর্তী হাসপাতাল বা ব্লাড ব্যাঙ্কের হাতে উদ্বৃত্ত রক্ত তুলে দেওয়া সম্ভব হচ্ছে বলে এই দিন জানান নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের কর্মী তরুণ মাঝি। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়ার জন্য এই দিন তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবগুলোকে অভিনন্দন জানান।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: সঙ্কটে সাহায্য! নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক থেকে ৩০৪ ইউনিট রক্ত গেল রামপুরহাটে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement