Nadia News: জলঙ্গি বাঁচাতে পরিবেশকর্মীদের প্রতীকি অনশন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জলঙ্গি নদীকে অবলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে পরিবেশকর্মীদের প্রতীকি অনশন কৃষ্ণনগরে
নদিয়া: জলঙ্গি নদী বাঁচাতে প্রতীকি অনশনে বসলেন পরিবেশ কর্মীরা। নদিয়ার কৃষ্ণনগরের ফোয়ারা মোড়ে জলঙ্গি নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে এক অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানেই প্রতীকি অনশনে বসেন পরিবেশ কর্মীরা।
কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র জর্জ কোর্ট সংলগ্ন ফোয়ারা মোড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন জলঙ্গি নদী বাঁচাও কমিটির সদস্যরা। এই বিষয়ে জলঙ্গি নদী বাঁচাও কমিটির সদস্য তাপস রায় বলেন, পরিবেশের উপর দাদাগিরি করতে গিয়ে উত্তরাখণ্ডের জোশিমঠে কি হয়েছে আমরা সকলেই জানি। বাধ্য হয়ে বহু মানুষকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। ওখানে এনটিপিসি যেভাবে জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তুলছে তা অত্যন্ত ক্ষতিকারক। তেমনই অবিচারের শিকার জলঙ্গি নদী। আমরা চাই জোশিমঠে ক্ষতিগ্রস্তদের সবাইকে অবিলম্বে পুনর্বাসন দিক কেন্দ্রীয় সরকার।
advertisement
advertisement
জলঙ্গি নদী বাঁচাও কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতার নদী বাঁচাও জীবন বাঁচাও কমিটির সদস্যরা। ব্যারাকপুর থেকে আসেন পরিবেশবান্ধব মঞ্চ, কৃষ্ণনগরের এপিডিআর শাখা প্রকৃতির সংগঠনের প্রতিনিধিরা। পরিবেশ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি মাথায় কালো কাপড় বেঁধে অনশনে বসেন পরিবেশ কর্মীরা।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 4:39 PM IST
