Coochbehar News: পার্কের মধ্যে মিউজিয়াম, তাতে শোভা পাচ্ছে কোচ রাজাদের ব্যবহৃত জিনিস

Last Updated:

কোচবিহার শহরের ঠিক মাঝে অবস্থিত নরেন্দ্র নারায়ণ পার্ক। রাজ আমলে তৈরি এই পার্কের মধ্যে সম্প্রতি গড়ে উঠেছে একটি মিউজিয়াম। সেখানে শোভা পাচ্ছে কোচ রাজাদের ব্যবহৃত নানান জিনিস

+
মিউজিয়াম

মিউজিয়াম

কোচবিহার: রাজ আমলের ঐতিহ্যবাহী শহর কোচবিহার। এই শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে রাজ আমলের বিভিন্ন নিদর্শন ও চিহ্ন। কোচবিহার সদর শহরের প্রায় মাঝেই অবস্থিত রাজ আমলে তৈরি নরেন্দ্র নারায়ণ পার্ক। তবে আজ‌ও এই পার্কের আকর্ষণ সাধারন মানুষ ও পর্যটকদের মধ্যে বিন্দুমাত্র কমেনি। বেশ কিছুদিন আগেই এই পার্কের একটি অংশে শুরু হয়েছে মিউজিয়াম তৈরির কাজ। ইতিমধ্যেই এই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মিউজিয়ামটি। বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকের কাছ থেকে ইতিমধ্যেই বাহবা আদায় করে নিয়েছে মিউজিয়ামটি। এই মিউজিয়ামে ঢুকতে কোন‌ও আলাদা প্রবেশমূল্য দিতে হয় না। শুধুমাত্র পার্কে ঢোকার জন্য টিকিট কাটলেই হল।
তাই যে কোনও পর্যটক এই মিউজিয়ামে প্রবেশ করতে পারেন খুব সহজেই। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে রাজ আমলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়াও আছে রাজ পরিবারের নানান জিনিস। প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে সকলের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এই মিউজিয়ামের মধ্যে পার্ক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া রয়েছে। প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক এই মিউজিয়ামটি দেখতে আসছেন। শুধুমাত্র কোচবিহারের মানুষেরাই নয়, কোচবিহারের বাইরে থেকে আগত বহু মানুষ এই মিউজিয়ামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
advertisement
advertisement
নরেন্দ্র নারায়ণ পার্ক কর্তৃপক্ষের উদ্যোগেই তৈরি হয়েছে এই মিউজিয়াম। এখানে একটি রিভিউ বুক আছে। যেখানে এই মিউজিয়াম দেখতে আসা পর্যটকরা তাঁদের মন্তব্য লিখতে পারবেন। ইতিমধ্যেই কোচবিহার জেলার মধ্যে ছড়িয়ে পড়েছে এই পার্কের সুনাম। পার্কে ঘুরতে আসা এক পর্যটক জানান, "রাজা আমলে তৈরি শহর হল কোচবিহার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সকলের মনকে আকর্ষণ করে। তবে এই নরেন্দ্র নারায়ণ পার্ক কোচবিহার শহরের সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। এছাড়াও এই পার্কের মধ্যে যে মিউজিয়ামটি শুরু করা হয়েছে তা যে কোন‌ও পর্যটকের মন আকর্ষণ করবে।"
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: পার্কের মধ্যে মিউজিয়াম, তাতে শোভা পাচ্ছে কোচ রাজাদের ব্যবহৃত জিনিস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement