Nadia News: হাত খরচ, টিফিনের টাকা বাঁচিয়ে বিরাট কাজ স্কুল পড়ুয়াদের

Last Updated:

করোনা কালে সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্যে এই সংগঠন তৈরি হয়েছিল। তারপর থেকেই বিভিন্ন সময়ে সাধ্য মতো নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।

+
title=

নদিয়া: বর্তমান সময়ে যুবসমাজের সিংহভাগ যেখানে মোবাইল গেম ও সোস্যাল মিডিয়ায় মত্ত সেখানে একদল ছোট ছোট স্কুল পড়ুয়া হাত খরচ, টাফিন খরচের টাকা বাঁচিয়ে অন্যের দরকারে এগিয়ে আসছে। এমনই ব্যাতিক্রমি ছবি দেখা গেল নবদ্বীপে।
নদিয়ার বিখ্যাত তীর্থক্ষেত্র নবদ্বীপের গানতলা মোড় এলাকার বেশ কিছু স্কুল পড়ুয়াকে এভাবেই সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে। সেখানে স্কুল পড়ুয়াদের সামাজিক সংগঠন আয়োজন করল এক বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি তারা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দিল পঠন-পাঠনের প্রয়োজনীয় সামগ্রী।
advertisement
advertisement
আয়োজক সংগঠনের তরফে বলা হয়, তারা প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ পড়ে সপ্তম শ্রেণিতে, কেউবা নবম, কেউ আবার একাদশ শ্রেণিতে পড়ে। মূলত করোনা কালে সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্যে এই সংগঠন তৈরি হয়েছিল। তারপর থেকেই বিভিন্ন সময়ে সাধ্য মতো নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।
advertisement
বর্তমানে তীব্র দাবদাহে সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে আয়োজন করা হয় এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই সঙ্গে স্কুল পড়ুয়াদের এই সংগঠন প্রায় শতাধিক পড়ুয়ার হাতে পঠন পাঠনের নানান সামগ্রী তুলে দেয়। ছোট ছোট স্কুল পড়ুয়াদের এই মানবিক উদ্যোগ দেখে খুশি সকলে।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: হাত খরচ, টিফিনের টাকা বাঁচিয়ে বিরাট কাজ স্কুল পড়ুয়াদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement