Nadia News: ভাগীরথীর গতিপথ বদলে দিয়েছে ইটভাটা! উল্টো পাড়ে তীব্র ভাঙন আতঙ্ক
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ইটভাটার জন্য নদিয়ার শান্তিপুরে নদী ভাঙন আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে
নদিয়া: আষাঢ় মাস শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে বর্ষার প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গোটা শ্রাবণ মাস জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে গত কয়েক বছর ধরে বর্ষার বৃষ্টিতে জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে ভাগীরথী নদীতে। তার জেরে ভাঙছে নদীর পাড়। বাধ্য হয়ে শান্তিপুরের কয়েকশো পরিবারকে ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিতে হয় অন্যত্র। সরকারি স্কুল বা এলাকার ক্লাবে তাঁবু খাটিয়ে থাকেন তাঁরা। তাই এবারে বর্ষার বৃষ্টি শুরু হতেই আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছে শান্তিপুরের ভাগীরথী নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জল জমতেই হাসি পাট চাষিদের মুখে
নদিয়ার এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙন রোধের কাজ শুরু হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। বর্ষা শুরু হতেই বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে এবারের বর্ষায় নদীর বাঁধ পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা। একদিকে টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়ে ফুঁসছে ভাগীরথী, অন্যদিকে ভিটেমাটি ছেড়ে কোথায় আশ্রয় নেবেন এই নিয়ে দুশ্চিন্তায় নাওয়া খাওয়া মাথায় উঠেছে বাসিন্দাদের।
advertisement
advertisement
এখানকার মানুষের অভিযোগ, নদীর ওপারে একটি ইটভাটা আছে। তা সম্প্রসারিত হতে হতে নদীর মধ্যে চলে এসেছে। ফলে ভাগীরথীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সেই কারণে শান্তিপুরের এইদিকে পাড় ভেঙে যাচ্ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। কিন্তু এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানালেও তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2023 10:29 PM IST









