Nadia News: পুজোর আগে ব্যস্ততা বেড়েছে বাচিক শিল্পীদের
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গাপুজোর সময়ই মূলত কাজ পাওয়া যায়, ফলে এই সময় ব্যস্ততা তুঙ্গে বাচিক শিল্পীদের
নদিয়া: বাঙালির দুর্গোৎসব মানেই সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় পুজো উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার জন্য চাহিদা বাড়ে বাচিক শিল্পীদের। সেইদিকে লক্ষ্য রেখেই অনুশীলনে মগ্ন হয়ে আছেন তাঁরা।
মফস্বল থেকে শুরু করে গ্রাম, ছোট ছোট পুজোগুলোর সংস্কৃতিক অনুষ্ঠানে পাড়ার ছেলেমেয়েরা অংশ নিলেও তা সঞ্চালনার দায়িত্ব থাকে পেশাদার বাচিক শিল্পীদের উপর। বিভিন্ন পুজো মণ্ডপের ধারাভাষ্য, দোকান ও বিভিন্ন পণ্যের প্রচার এইসব কিছু কাজও সামলাতে হয় বাচিক শিল্পীদের।
advertisement
advertisement
এই বিষয়ে কথা বলতে বেশ কিছু বাচিক শিল্পীর কাছে পৌঁছে যাই আমরা। সেখানেই জানা গেল, বেশিরভাগ বাচিক শিল্পী অন্য পেশার সঙ্গে জড়িত। তবে দুর্গাপুজোর আগে তাঁদের চাহিদা বাড়ে। ছোটবেলায় আগ্রহের বশে অনেকেই গান-আবৃত্তি শেখা শুরু করেছিলেন। পরে সেখান থেকেই এই পেশার সঙ্গে জড়িয়ে পড়া। চলতি বছর পুজোর আগে বেশ ভালই ব্যস্ততায় কাটছে দিন। এই শেষ মুহূর্তে এসে নাওয়া-খাওয়া ভুলে এক রেকর্ডিং স্টুডিও থেকে অন্য রেকর্ডিং স্টুডিও ছুটে বেড়াতে হচ্ছে বাচিক শিল্পীদের।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 10, 2023 8:09 PM IST







