Nadia News- ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করতে জেলাজুড়ে চলছে পুলিশের রুটমার্চ

Last Updated:

দিনে দুবার করে বেশ কয়েকটি এলাকায় পুলিশ টহল দিচ্ছে বলে জানা যায়

+
পুর

পুর নির্বাচনের আগে জেলা জুড়ে চলছে পুলিশের রুটমার্চ

#নদিয়া: ভোটারদের নির্ভয়ে ভোটদানে আশ্বস্ত করতে গোটা নদিয়া জেলা জুড়ে চলছে পুলিশের রুটমার্চ। পৌর নির্বাচনের আর মাত্র কয়েকদিন। জেলাজুড়ে সমস্ত দলের চলছে নির্বাচনী প্রচার। কয়েকদিন আগেই হয়ে গেল রাজ্যের বেশকিছু জেলার পুর নির্বাচন। অতীতের নির্বাচনে উঠে এসেছে একাধিক অসন্তোষের চিত্র। ক্ষমতার অধিকারী হতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে জনমত তাদের পক্ষে আনতে বিভিন্ন উপায় চলছে প্রচার অভিযান। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ব্যানার ছেড়া, ভোটারদের ভয় দেখানো, এমনকি বোম পড়ার মতো ঘটনাও উঠে এসেছে এরইমধ্যে। তাই ভোটারদের নির্ভয় ভোট দানে আশ্বস্ত করতে শুরু হয়েছে রূটমার্চ।
রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মন্ডল, শান্তিপুর থানার ওসি লালটু ঘোষ সহ শান্তিপুর থানা এবং রানাঘাট জেলার অন্যান্য বেশকিছু পুলিশকর্মীদের দেখা গেল শহরের প্রধান রাস্তা দিয়ে রুটমার্চ করতে। এ বিষয়ে এসডিপিও জানান নিয়মিত ধারাবাহিকতা থাকবে রুটমার্চ। দিনে দুইবার করে বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেবে। শুধু তাই নয় বহিরাগতদের রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং। ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আগে থেকেই প্রস্তুত নদিয়ার দুই জেলা প্রশাসন। প্রসঙ্গত, কিছুদিন আগেই হয়ে গেছে বেশ কয়েকটি জেলার পুর নির্বাচন। এই নির্বাচনে প্রায় বিপুল ভোটে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সেই তুলনায় জয়লাভ করতে পারেনি। জয়লাভের পর একাধিক প্রার্থী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের নিজেদের ওয়ার্ডের সাধারণ মানুষকেই।
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করতে জেলাজুড়ে চলছে পুলিশের রুটমার্চ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement