Nadia News: ঐতিহ্য বজায় রাখতে পান্তা উৎসব

Last Updated:

অতীতে রেফ্রিজারেটর না থাকায় বেঁচে যাওয়া ভাতে জল ঢেলে রেখে দেওয়া হত। এরপর পরেরদিন সকালে সেই জল ঢালা ভাতে কাঁচা পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা মেখে খাবার ব্যাপক প্রচলন ছিল।

+
সকলে

সকলে মিলে খাচ্ছেন পান্তা ভাত

নদিয়া: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাতের ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজিত হল পান্তা উৎসব। বাদকুল্লায় উন্মুক্ত ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে। প্রায় ২০০ লোক এসে সেখানে পান্তা খান।
নদিয়ার বাদকুল্লার এই পান্তা উৎসবের লক্ষ্য ছিল, অতীতে পান্তা ভাত খাওয়ার যে ঐতিহ্য ছিল তার ধারাবাহিকতা রক্ষা করা। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই পান্তা ভাত খেতে পছন্দ করেন না। ফলে বাড়িতে আগের দিন রাতে জল ঢেলে জিইয়ে রাখা ভাতের এই বিশেষ রূপের প্রচলন কমছে। সেই কারণেই এই উৎসবের মাধ্যমে পান্তার ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টা।
advertisement
advertisement
অতীতে রেফ্রিজারেটর না থাকায় বেঁচে যাওয়া ভাতে জল ঢেলে রেখে দেওয়া হত। এরপর পরেরদিন সকালে সেই জল ঢালা ভাতে কাঁচা পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা মেখে খাবার ব্যাপক প্রচলন ছিল। এটাই পান্তা ভাত। এই পান্তা ভাতের অনেক উপকারিতা আছে। গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে বাঁচতে পান্তা ভাত অত্যন্ত উপকারী বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলে থাকেন। এছাড়াও গরমের সময় পান্তা ভাত খুব সহজ পাচ্য হয়ে থাকে। সেই কারণে পান্তা ভাত খেলে গরমে পেটের সমস্যা থেকেও মুক্তি মেলে। এই পান্তা উৎসবে খুশি হয়েছেন অনেকেই।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ঐতিহ্য বজায় রাখতে পান্তা উৎসব
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement