Hooghly News: নিম্নমানের উপকরণের অভিযোগে রাস্তা সারাই বন্ধ করল গ্রামের মানুষ
- Published by:kaustav bhowmick
Last Updated:
দায়সারাভাবে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঠিকাদারের লোক এসে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলে গ্রামবাসীরা সকলে মিলে কাজ বন্ধ করে দেন।
হুগলি: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। আরামবাগের তিরোল পঞ্চায়েতের মইগ্রাম এলাকার ঘটনা। অভিযোগ, দীর্ঘ ২০ বছর পর এই রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। কিন্তু সেটা নিম্নমানের সামগ্রী দিয়ে করছে ঠিকাদার। আর তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন।
হুগলির আরামবাগের শিয়ালি থেকে ২২ মাইল রাস্তাটি প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ। এটি প্রায় দু'দশক ধরে বেহাল অবস্থায় পড়েছিল। খারাপ রাস্তার জন্য স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ, মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়তে হত। এলাকার মানুষের অভিযোগ, গত কুড়ি বছরের মধ্যে দু-একবার রাস্তা সংস্কারের কাজ হয়েছে, কিন্তু কখনোই তা সঠিকভাবে হয়নি। রাস্তা সারাইয়ের এক সপ্তাহের মধ্যেই সেটি আবার খারাপ হয়ে যায়। এদিকে এই রাস্তা দিয়ে প্রতিদিন বড় বড় লরি যাতায়াত করে। এই অবস্থায় গ্রামবাসীদের দাবি, এবার ভালো উপকরণ দিয়ে দীর্ঘস্থায়ী রাস্তা তৈরি করতে হবে।
advertisement
advertisement
এবারেও দায়সারাভাবে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঠিকাদারের লোক এসে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলে গ্রামবাসীরা সকলে মিলে কাজ বন্ধ করে দেন। তাঁরা জানান, ভাল উপকরণ দিয়ে কাজ না হলে রাস্তা সারাই করতে দেওয়া হবে না।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 3:01 PM IST
