নদিয়া: গাজন মানেই শিবের এবং তার ভক্তদের উৎসব। প্রত্যেক বছর ভক্তি সহকারে বাংলার বিভিন্ন প্রান্তে গাজন উৎসব পালন করা হয়ে থাকে। শিবলিঙ্গে জল ঢালা, কাটা খেলা, বাঁশের ওপর থেকে লাফ দেওয়া ইত্যাদি বিভিন্ন রকম আচার অনুষ্ঠান হয়ে থাকে গাজন উৎসবে। তবে এর মাঝেও যে জিনিসটা না বললেই নয় তা হলো বহুরূপী। গাজনের বেশ কয়েকদিন আগে থেকেই চৈত্র সংক্রান্তি পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যায় শিব পার্বতী ঘুরে বেড়াচ্ছেন। এদেরকে বলা হয় বহুরূপী শিল্পী।
সকাল বেলায় অবিকল শিব পার্বতী ঠাকুরের মেকআপ করে তারা বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষকে মনোরঞ্জন দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। ঠিক তেমনই এক বহুরূপীর দল ধরা দিলেন আমাদের ক্যামেরায়। তীব্র দাবদাহের মধ্যেই চলছে গাজন উৎসব। সকাল থেকেই চলছে মেকআপ বহুরূপী মডেলের। তীব্র দাবদাহের মধ্যেই গাজন উৎসব উপলক্ষে এদিন ফুলিয়ায় সকাল থেকেই চলছে তার প্রস্তুতি। এদিন শিব, পার্বতী সহ বিভিন্ন ঠাকুরের মডেল সেজে বাড়ি বাড়ি যাচ্ছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: South 24 Pargana News: চাঞ্চল্যকর কাণ্ড ডায়মন্ড হারবারে, আবাস যোজনার তালিকায় নাম চিকিৎসক পরিবারের
আরও পড়ুন: Crime News: ভয়াবহ নৃশংসতা, নিউটাউনে শিশুকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত
জানা যায় প্রতিবছরই চৈত্র পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় শিব ঠাকুরের পূজা করা হয় এবং এই পুজোকে কেন্দ্র করেই উৎসবে মেতে ওঠে উদ্যোক্তারা। গাজন একান্তভাবেই শিবের উৎসব । বাংলার বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরই তাকিয়ে থাকে উদ্যোক্তারা এই উৎসবের অপেক্ষায়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news, Neelshashthi 2023