Crime News: ভয়াবহ নৃশংসতা, নিউটাউনে শিশুকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত

Last Updated:

ইকো পার্ক ধানার পুলিশ খুনের তদন্ত শুরু করেছে

নিউটাউনের শিশু খুন হওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ
নিউটাউনের শিশু খুন হওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ
নিউটাউন: নিউটাউনের শুলুংগুড়ি ঘোষ পাড়াতে ভয়ঙ্কর নৃশংসতা। কুপিয়ে খুন ৭ বছরের শিশুকে। মৃত শিশুর নাম দিবাংশু প্যাটেল।  তদন্ত নেমে  প্রাথমিকভাবে ইকোপার্ক থানার পুলিশ  জানতে পারে,  বৃহস্পতিবার  দুপুরের পরে দুই প্রতিবেশী ভাড়াটিয়ার মধ্যে অশান্তি চলছিল। ঝামেলা-জগড়াঝাটির মধ্যেই আচমকা এক ভাড়াটিয়া অন্য ভাড়াটিয়ার শিশুকে চপারের আঘাতে খুন করে বলে অভিযোগ। সেই সময় শিশুর মা সুষমা প্যাটেল ও আর এক স্থানীয় বাসিন্দা  শিশুটিকে বাঁচাতে আসলে তাঁদের উপরও চড়াও হয় ঘাতক।  আহত অবস্থায় তাঁদের ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে পৌঁছে ইকোপার্ক থানার পুলিশ  তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে খুন? খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত  ভাড়াটিয়া লক্ষণ কুমার পোদ্দার নিখোঁজ। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা যায়, অভিযুক্ত বিহারের ভগলপুর সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই মৃত শিশুর পরিবারের তরফ থেকে ইকো পার্ক থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে।  বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
অনুপ চক্রবর্তী
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: ভয়াবহ নৃশংসতা, নিউটাউনে শিশুকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement