Nadia News | Viral News : ৬৪ বছর বয়সেও ট্রাফিক সামলান তিনি! অবসরের পরেও ছাড়তে পারেননি রাস্তাকে! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Nadia News | Viral News : গোটা কর্মজীবনে একটাও দুর্ঘটনা ঘটেনি ! ছাড়তে পারেননি কাজের নেশা! অবসরের পরেও তিনি সামলাচ্ছেন রাস্তা!
নাদিয়া: দুর্ঘটনাহীন কর্মজীবনই পরিণত হয়েছে নেশায়, অবসরের পরেও সামলে চলেছেন ট্রাফিক। রানাঘাটের বাসিন্দা স্বপন কুমার চ্যাটার্জী মফস্বলে ট্রাফিক পুলিশের চাকরি করতেন একসময়। কর্মদক্ষতায় তিনি প্রচারে খুব বেশি না আসলেও নানান বিভাগীয় পুরস্কার পেয়েছেন বেশ কয়েকবার। কাজের অভিজ্ঞতাতেই চাকরি থেকে অবসর নেওয়ার পর ও রানাঘাট পৌরসভা পক্ষ থেকে তাকে দৈনিক মজুরিতে অস্থায়ী কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজের প্রতি নিষ্ঠা দেখেই তার মতন ট্রাফিক বৃদ্ধ ট্রাফিককেও অনেক অভিজ্ঞতার জন্য ব্যস্ততম রাস্তায় তাকে রাখা হয়।
বয়স বাড়লেও তার কাজের ক্ষমতা কমেনি এতটুকু। তবে তার বয়সের জন্য রানাঘাট পৌরসভার পক্ষ থেকে বিকেল ৪টে থেকে রাত ৯ টা অবধি যানজট রুখতে ও গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে তার ওপর দায়িত্ব দিয়েছেন। তার কর্মজীবনে কোনদিন দুর্ঘটনা হয়নি, তার সিদ্ধান্ত সব সময় সঠিক হয়েছে এমনটাই অভিমত পথ চলতিদের। ৬৪ বছর বয়সে স্বপন কুমার চ্যাটার্জী এখনও সদা অবিচল। ইতিমধ্যে বহু পুরস্কার লাভ করেছেন। গুরত্বপূর্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করে গেছেন।
advertisement
advertisement
তাই রানাঘাটের বাসিন্দা স্বপন কুমার চ্যাটার্জীকে পৌরসভা কাজে রেখেছেন।বয়স যে কোনও বাঁধা হতে পারে না তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। বাড়িতে স্বামী স্ত্রীর সংসার। তার পেশা যে কখন নেশা হয়ে দাড়িয়ে গেছে তাকে দেখলেই বোঝা যায়।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2023 10:35 PM IST






