হোম /খবর /নদিয়া /
বিয়ের নিমন্ত্রণে যেতেই বাড়িতে ঘটল এই কাণ্ড! চিন্তার ভাঁজ কপালে! জানুন

Nadia News: বিয়ের নিমন্ত্রণে যেতেই বাড়িতে ঘটল এই কাণ্ড! চিন্তার ভাঁজ কপালে! জানুন

আলমারি তালা ভেঙে নিয়ে যায় সর্বস্ব

আলমারি তালা ভেঙে নিয়ে যায় সর্বস্ব

Nadia News: কী ঘটে গেল শান্তিপুরে? সকাল সকাল শোরগোল! জানুন

  • Share this:

শান্তিপুর: নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় , সুপরিচিত সাভাকর বাড়িতে রাতে এক দুঃসাহসিক চুরি, সকালে লক্ষ্য করে এলাকাবাসী। স্নেহাশীষ সভাকর, দেবপ্রসাদ সভাকরদের পূর্বপুরুষরা এখানেই বসবাস করতেন কিন্তু কাজের সুবাদে এখন পরিবারের সমস্ত সদস্যরাই থাকেন বাইরে। কেয়ারটেকার হিসেবে প্রণব চ্যাটার্জী এবং তার স্ত্রী অরুনা চ্যাটার্জি এই বাড়ি দেখভাল করেন। তিনদিন আগে একটি বিয়ের নিমন্ত্রণে বাঁকুড়া যাওয়ার আগে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের রিষড়ায় থাকা এক মালিক স্নেহাশীষ সভাকরের সঙ্গে দেখা করতে যান।

সকালে এলাকাবাসীরা তাদেরকে ফোন করে জানায়, ফুল তুলতে গিয়ে সকলে লক্ষ্য করে প্রথম গেট খোলা, এবং দরজার পরপর পাঁচটি তালা ভাঙা। ঘরের সমস্ত জিনিস এলোমেলো, আলমারির লকার ভাঙা। এরপর মালিকদের নির্দেশে প্রণব বাবু ফিরে আসেন শান্তিপুরের বাড়িতে, তিনি আপাতত লক্ষ্য করেছেন, আলমারির লকারে থাকা কিছু রুপোর গহনা, ঠাকুরের কাঁসা পিতলের বাসন আনুমানিক ৫০০০ টাকা এবং একটি চালের ড্রাম রাখা চাল পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:  মিউজিকের তালে তালে হাঁটছেন সুন্দরীরা! চর্চায় অশোকনগর! ভিডিওতে চমক! জানুন

মালিকপক্ষ শান্তিপুর থানায় জানায়, গোটা বিষয়টি এরপর শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে যায়।এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, মালিকরা কালীপুজো সহ বছরে বেশ কয়েকবার আসেন।তবে এ ধরনের ঘটনা এ বাড়িতে কখনো ঘটেনি। কিন্তু আশেপাশে চুরির প্রবণতা ক্রমশ বাড়ছে তাই পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। অন্যদিকে এই বাড়িতে প্রণব বাবুরা স্বামী-স্ত্রী একা থাকার কারণে, এ ধরনের ঘটনায় আতঙ্কিত।তবে তিনি জানান মালিকপক্ষ মায়ের মূল্যবান গহনা পুজোর সময় নিয়ে আসেন এবং তা পুজো শেষে নিয়ে যান। তাই বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।

Mainak Debnath
Published by:Piya Banerjee
First published:

Tags: Nadia news, Shantipur, Theft