Nadia News: বিয়ের নিমন্ত্রণে যেতেই বাড়িতে ঘটল এই কাণ্ড! চিন্তার ভাঁজ কপালে! জানুন

Last Updated:

Nadia News: কী ঘটে গেল শান্তিপুরে? সকাল সকাল শোরগোল! জানুন

আলমারি তালা ভেঙে নিয়ে যায় সর্বস্ব
আলমারি তালা ভেঙে নিয়ে যায় সর্বস্ব
শান্তিপুর: নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় , সুপরিচিত সাভাকর বাড়িতে রাতে এক দুঃসাহসিক চুরি, সকালে লক্ষ্য করে এলাকাবাসী। স্নেহাশীষ সভাকর, দেবপ্রসাদ সভাকরদের পূর্বপুরুষরা এখানেই বসবাস করতেন কিন্তু কাজের সুবাদে এখন পরিবারের সমস্ত সদস্যরাই থাকেন বাইরে। কেয়ারটেকার হিসেবে প্রণব চ্যাটার্জী এবং তার স্ত্রী অরুনা চ্যাটার্জি এই বাড়ি দেখভাল করেন। তিনদিন আগে একটি বিয়ের নিমন্ত্রণে বাঁকুড়া যাওয়ার আগে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের রিষড়ায় থাকা এক মালিক স্নেহাশীষ সভাকরের সঙ্গে দেখা করতে যান।
সকালে এলাকাবাসীরা তাদেরকে ফোন করে জানায়, ফুল তুলতে গিয়ে সকলে লক্ষ্য করে প্রথম গেট খোলা, এবং দরজার পরপর পাঁচটি তালা ভাঙা। ঘরের সমস্ত জিনিস এলোমেলো, আলমারির লকার ভাঙা। এরপর মালিকদের নির্দেশে প্রণব বাবু ফিরে আসেন শান্তিপুরের বাড়িতে, তিনি আপাতত লক্ষ্য করেছেন, আলমারির লকারে থাকা কিছু রুপোর গহনা, ঠাকুরের কাঁসা পিতলের বাসন আনুমানিক ৫০০০ টাকা এবং একটি চালের ড্রাম রাখা চাল পাওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
মালিকপক্ষ শান্তিপুর থানায় জানায়, গোটা বিষয়টি এরপর শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে যায়।এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, মালিকরা কালীপুজো সহ বছরে বেশ কয়েকবার আসেন।তবে এ ধরনের ঘটনা এ বাড়িতে কখনো ঘটেনি। কিন্তু আশেপাশে চুরির প্রবণতা ক্রমশ বাড়ছে তাই পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। অন্যদিকে এই বাড়িতে প্রণব বাবুরা স্বামী-স্ত্রী একা থাকার কারণে, এ ধরনের ঘটনায় আতঙ্কিত।তবে তিনি জানান মালিকপক্ষ মায়ের মূল্যবান গহনা পুজোর সময় নিয়ে আসেন এবং তা পুজো শেষে নিয়ে যান। তাই বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিয়ের নিমন্ত্রণে যেতেই বাড়িতে ঘটল এই কাণ্ড! চিন্তার ভাঁজ কপালে! জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement