Nadia News: এবার দুর্গা পুজোয় রানাঘাটে আসছে গুপী গাইন ও বাঘা বাইন! জানলে অবাক হবেন

Last Updated:

Nadia News: রানাঘাটে গেলেই এবার দেখা মিলবে গুপী-বাঘার! পুজোয় আসার তোরজোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই!

+
title=

#রানাঘাট: হাতেগোনা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। বেশ কয়েক বছর আগেও দুর্গা পুজোর থিম কিংবা দুর্গাপুজোর জাঁকজমক শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক ছিল। তবে সময় বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারা ভাবমূর্তিও পাল্টেছে। বর্তমানে কলকাতার বাইরে ও শহরতলী কিংবা মফস্বলেও তৈরি করা হচ্ছে একের পর এক অসাধারণ থিমের পুজো। বেশ কিছু থিম থাকে ছোটদের মজার জন্য আবার কিছু থিম থাকে পরিবেশ তথা সমাজকে কিছু সুবার্তা দেওয়ার জন্য।
ঠিক তেমনই সত্যজিৎ রায় এর ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারে রানাঘাট নাশরাপাড়া বয়েজ ক্লাবের থিম গুপী গাইন বাঘা বাইন। সত্যজিৎ রায়ের চরিত্রগুলিকে অবিকল ফুটিয়ে তোলা হবে দুর্গাপুজোর প্যান্ডেলে। আর এই কাজটির দায়িত্বভার নেন রানাঘাটের চিত্রশিল্পী সঞ্জু কুন্ডু ও তার টিমের সদস্যরা। সঞ্জু কুন্ডু জানায়, এই থিমের মধ্যে প্রথমেই থাকবে ভূতের রাজা যাকে কেন্দ্র করে গোটা গল্পটা তৈরি হয়েছে। এর কারণ ভূতের রাজা না থাকলে গুপি গাইন বাঘা বাইনের গল্প এতটা বিস্তর হত না। সেই কারণে প্রথমেই দর্শকেরা ভূতের রাজাকে দেখে মণ্ডপে ঢুকবেন।
advertisement
advertisement
এরপর হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘর, হীরক রাজার দরবার এছাড়াও সত্যজিৎ রায় বিভিন্ন গল্পের একাধিক চরিত্র, তার তৈরি করা বিভিন্ন সিনেমার পোস্টার এবং সর্বপ্রথম দর্শক ঢোকার সাথে সাথেই দেখতে পাবে ভূতের নাচ! কারণ এটিই ছিল সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন গল্পের বিখ্যাত দৃশ্য। সুতরাং বলা যেতে পারে রানাঘাট নাসরা বয়েজ ক্লাবের এই অভিনব উদ্যোগ দর্শকে আনন্দ দিতে সফল হবে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এবার দুর্গা পুজোয় রানাঘাটে আসছে গুপী গাইন ও বাঘা বাইন! জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement