Nadia News: কে নেবে বাসন্তী পুজোর প্রতিমার খরচ? ভক্তদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Nadia News: প্রতিমার খরচ বহনের জন্য কেন এমন করেন ভক্তরা? জানলে আপনিও ভাবতে বাধ্য হবেন!

+
কৃষ্ণগঞ্জের

কৃষ্ণগঞ্জের বাসন্তী পুজো 

কৃষ্ণগঞ্জ: কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুর সীমান্তবর্তী এলাকার গ্রামে মহাসমারহে আয়োজন করা হল বাসন্তী পুজোর। মাটিয়ারী বানপুর ফ্রেন্ডস ক্লাবের এটি ২৪তম বাসন্তী পুজো। ২০০০ সালে এই প্রতিমা স্থাপন করা হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে। পুরোহিত নিমাই রায়চৌধুরীর উদ্যোগেই এই পুজোর সূচনা করা হয়। এরপর ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেয় এই বাসন্তী পূজা।
প্রত্যেক বছরই স্থানীয় বাসিন্দারা ভক্তি সহকারে পুজো দেন। জানা যায় এই প্রতিমার কাছে মনষ্কামনা করলে তা পূরণ হয়। এবং সেই কারণে প্রত্যেক বছরই মনস্কামনা পূরণ হওয়ার পর কোনও না কোনও ভক্তরা প্রতিমার খরচ বহন করেন। এমনকি ভক্তদের মধ্যে হুলস্থুল লেগে যায় মনস্কামনা পূরণ করে প্রতিমার খরচ বহন করার বলে জানান ক্লাব কর্তৃপক্ষরা।
advertisement
advertisement
আরও পড়ুন:
বুধবার বাসন্তী পুজোর মহা অষ্টমী। আমরা শরৎকালে দেবী দুর্গার পূজা করে থাকি যদিও এই পুজো আগে বসন্তকালেই করা হতো যে কারণে তার নাম বাসন্তী পূজা। তবে দশরথ পুত্র রামচন্দ্র প্রথম দেবীর অকালবোধন করে। এবং শরৎকালে প্রথম দেবীর পূজা করা হয়। তবে শরৎকালে দুর্গাপুজো হলেও বসন্তকালেও এখনো বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে বাসন্তী পুজো। বাংলার বিভিন্ন প্রান্তে বুধবার বাসন্তী পূজা এবং তার পাশাপাশি অন্নপূর্ণা পুজো পালন করা হলো। তেমনি এক নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কে নেবে বাসন্তী পুজোর প্রতিমার খরচ? ভক্তদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement