Nadia News: জল জীবন মিশনে রাজ্যে প্রথম নদিয়া

Last Updated:

সম্প্রতি কেন্দ্রীয় প্রতিনিধিরা জল জীবন মিশনের কাজ পরিদর্শনে এসে দরাজ সার্টিফিকেট দিয়ে গিয়েছেন নদিয়া জেলাকে। নদিয়াৎ জল জীবন মিশনের অধীনে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে ১২ লক্ষ ৪৫ হাজার বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

+
title=

নদিয়া: জলই জীবন, জল ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না মানুষ। এ কথা মোটামুটি আমাদের সকলেরই জানা। বৈজ্ঞানিকেরা বলছেন আর কিছু বছর পর পৃথিবীর অনেক এলাকাতেই পাওয়া যাবে না ভূগর্ভস্থ জল। আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় ভয়ঙ্করভাবে কমে গিয়েছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার অন্যতম হল জল জীবন মিশন। সেই প্রকল্পে রাজ্যের মধ্যে প্রথম স্থান পেল নদিয়া।
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিনিধিরা জল জীবন মিশনের কাজ পরিদর্শনে এসে দরাজ সার্টিফিকেট দিয়ে গিয়েছেন নদিয়া জেলাকে। নদিয়াৎ জল জীবন মিশনের অধীনে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে ১২ লক্ষ ৪৫ হাজার বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সে কাজ শুরু হয়েছে। আর তাতে উপকৃত হচ্ছে গ্রামের মানুষ।
advertisement
advertisement
এই জল জীবন মিশনের কাজ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নদিয়ার আশাকর্মীরা। গ্রামের মহিলারা গড়ে তুলছেন জল বাঁচাও কমিটি। এই কমিটির দায়িত্ব শুধুমাত্র জল অপচয় রোধে সচেতনতার বার্তা দেওয়াই নয়, জলের পাইপ লাইনের রক্ষণাবেক্ষণেও তাঁরা নজরদারি চালাবেন। এই কারণেই বিশেষ সম্মান পেল নদিয়া।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জল জীবন মিশনে রাজ্যে প্রথম নদিয়া
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement