Nadia News: নবদ্বীপে টুরিস্ট জায়গা পরিদর্শনে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক

Last Updated:

মন্দির নগরী নবদ্বীপ ধাম সকলের কাছেই পরিচিত। নদীয়া জেলার নবদ্বীপ ধামকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন। নবদ্বীপের সৌন্দর্যায়ন বাড়াতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

+
title=

#নবদ্বীপ : মন্দির নগরী নবদ্বীপ ধাম সকলের কাছেই পরিচিত। নদীয়া জেলার নবদ্বীপ ধামকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন। নবদ্বীপের সৌন্দর্যায়ন বাড়াতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুরকে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুর বাঁধ পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। মুড়ি গঙ্গার উপর অবস্থিত মাটি দিয়ে তৈরি অস্থায়ী কাঁচা বাঁধটি নবদ্বীপের সাথে ইদ্রাকপুর গ্রামে বসবাসকারী বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম।
রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের দাবি মেনে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এর আগে মাটি দিয়ে তৈরি করা হয় বাঁধটি। এবার মৎস্যজীবীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও শীতকালে ওই এলাকায় বহু পরিযায়ী পাখির আনাগোনা ঘটে, মূলত তারই পরিপ্রেক্ষিতে ওই এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকা পরিদর্শনে এইদিন আসলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
advertisement
advertisement
মন্ত্রীকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। মন্ত্রী ছাড়াও এদিন পরিদর্শনে আসেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা। যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটি স্থায়ীভাবে তৈরি করা ছাড়াও ওই এলাকায় পর্যটন শিল্প গড়ে তোলা যায়, সেই বিষয়ে উদ্যোগী হবে রাজ্য সরকার বলে এই দিন জানান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নবদ্বীপে টুরিস্ট জায়গা পরিদর্শনে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement